Mumbai City FC: প্রবীরের গলা টিপে ধরা ফুটবলারকে বিদায় জানাল মুম্বই সিটি

আনুষ্ঠানিকভাবে হল বিচ্ছেদ (Official Separation)। মুম্বই সিটি (Mumbai City FC) নিশ্চিত করে জানিয়েছে যে রোস্টিন গ্রিফিথসকে (Rostyn Griffiths) বিদায় জানিয়েছে তারা। বুধবার বিকেলে ক্লাবের পক্ষ…

Mumbai City FC Confirms Parting Ways with Rostyn Griffiths

short-samachar

আনুষ্ঠানিকভাবে হল বিচ্ছেদ (Official Separation)। মুম্বই সিটি (Mumbai City FC) নিশ্চিত করে জানিয়েছে যে রোস্টিন গ্রিফিথসকে (Rostyn Griffiths) বিদায় জানিয়েছে তারা। বুধবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। আগেই অবশ্য অনেকে এই বিচ্ছেদের খবর আঁচ করতে পেরেছিলেন।

   

২০২২-২৩ মরশুমে আইএসএল লীগ উইনার্স শিল্ড সহ মুম্বই সিটিতে থাকাকালীন রোস্টিনকে তার নেতৃত্ব এবং তাঁর অবদানের জন্য ক্লাব ধন্যবাদ জানিয়েছে, “আমরা রোস্টিন এবং তার পরিবারের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি।”

বিদেশি ফুটবলার খেলার থেকেও বিতর্কের কারণে উঠে এসেছিলেন সংবাদ মাধ্যমে। গত বছরের অক্টোবর মাসে এক চরম উত্তেজনা পুরনো ম্যাচে সাক্ষী থেকেছেন ইন্ডিয়ান সুপার লীগের দর্শকরা। ম্যাচ শেষ লগ্নে মুম্বই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। মাঠের মধ্যে তখন ঘটছে একের পর এক ঘটনা। কে কার সঙ্গে ধাক্কাধাক্কি করছেন আচমকা দেখলে বোঝা মুশকিল। এরই মধ্যে দেখা গিয়েছিল মুম্বই সিটি দলের বিদেশি রোস্টিন গ্রিফিথস পিছন থেকে পেঁচিয়ে ধরেছেন প্রবীর দাসের গলা। কিছুক্ষণ পর দেখা গেল সাইড লাইনের ধারে অশ্রুসজল প্রবীর দাসকে।

বিতর্কিত ঘটনা সমন্বিত এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছিলেন কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলার প্রবীর দাস। মায়ের সঙ্গে কি ছবি পোস্ট করে লিখেছিলেন দীর্ঘ বিবৃতি। প্রবীরের অভিযোগ, তার মায়ের উদ্দেশ্যে করা হয়েছিল আপত্তিকর মন্তব্য। সেটা শুনেই আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।