Odisha FC vs FC Goa: কি গোলটাই না করলেন জয় গুপ্তা। হয়তো নিজের কেরিয়ারের সেরা। সেই সঙ্গে এবারের ইন্ডিয়ান সুপার লীগের বিস্ময়কর গোলের তালিকার ওপরের দিকে থাকবে জয়ের করা এই গোল।
শুক্রবার আইএসএলের ম্যাচে ওড়িশা এফসি ও এফসি গোয়ার ম্যাচ ছিল। ম্যাচের ফল ১-১। স্কোরলাইন দেখে বিশেষ কিছু মনে না হলেও এদিনের খেলার হাইলাইট জয় গুপ্তা। এফসি গোয়ার তরুণ উইঙ্গার এদিন যে গোলটা করলেন সেটা ফুটবল প্রেমীদের চোখে লেগে থাকবে অনেক দিন।
🎥 | WATCH : A screamer from Jay Gupta, the man loves to score worldies 🔥🚀#IndianFootball pic.twitter.com/Aa1M0IRlFy
— 90ndstoppage (@90ndstoppage) February 9, 2024
ম্যাচের শুরুতেই গোল করে ওড়িশা এফসিকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা। ১-০ ব্যবধানে লিড ধরে রাখার জন্য মরীয়া ছিল সার্জিও লোবেরার দল। এফসি গোয়া ম্যাচে যে করেই হোক ম্যাচের ফেরত আসার চেষ্টা করছিল। আসলে এদিনের ম্যাচ ছিল টিবল টপারের প্রথম দুই দলের মধ্যে। প্রথম স্থানে রয়েছে ওড়িশা এফসি। দ্বিতীয় স্থানে এফসি গোয়া।
কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ হওয়ার সুবাদে সামান্য এগিয়ে ছিল ওড়িশা এফসি। ম্যাচে বেশিরভাগ সময় বল ছিল তাদের দখলে। পার্থক্য গড়ে দিলেন জয় গুপ্তা। প্রতিপক্ষের বক্সের অনেকটা বাইরে থেকে, প্রায় পার্শ্ব রেখার কাছ থেকে দূর পাল্লার শটে গোল করেছেন। চোখে পড়ার মতো টেকনিক। স্কোরলাইন ১-১। বিরতির আগে এফসি গোয়াকে সমতায় ফিরিয়েছিলেন জয়। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি।
A valuable point on the road and still undefeated. #MissionISL continues 💪🏻#OFCFCG pic.twitter.com/WRq0sHSF8r
— FC Goa (@FCGoaOfficial) February 9, 2024