চলতি ফুটবল মরসুমের শুরুটা ইতিবাচক থাকেনি ওডিশা এফসির (Odisha FC )। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। কিন্তু গত বছরের শেষটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আটকে যেতে হয়েছিল দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। সেই নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট।তবে নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছে আহমেদ জাহুরা। প্রথমেই তাঁরা পরাজিত করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে। তবে পরের ম্যাচে দুর্বল চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি।
Also Read | কেরালার ম্যাচেই খুলবে ডার্বি দরজা! অস্কারের বক্তব্যে উঠল সেই প্রসঙ্গ
অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দেয় হুগো বুমোসরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ীদের। যারফলে স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই। তবে শেষ পর্যন্ত আইএসএলের নক আউটে থাকার আপ্রাণ চেষ্টা ছিল এই ফুটবল দলের।
Also Read | সুপার কাপের উদ্বোধনী ম্যাচে এই লক্ষ্যে মাঠে নামবে ইস্টবেঙ্গল
তবে সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। শেষ ম্যাচে জয় সুনিশ্চিত করে ওডিশাকে টেক্কা দিয়ে আইএসএলের প্লে-অফে চলে গিয়েছিল দেশের বানিজ্য নগরীর ক্লাব। কিন্তু সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। পাশাপাশি এখন থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। এক্ষেত্রে দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে এক বিদেশি উইঙ্গারের দিকে নজর রয়েছে তাঁদের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে হামজা এলোওয়াস্তির নাম। বর্তমানে মরক্কোর প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ইত্তেহাদ ট্যাঙ্গারের সঙ্গে যুক্ত রয়েছেন বছর তিরিশের এই ফুটবলার।
যেখানে এখনও ২৬ টি ম্যাচ খেলে ৭টি গোল এবং ৪টি অ্যাসিস্ট থেকেছে হামজার। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে নিতে আগ্রহী জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। শেষ পর্যন্ত আদৌ তিনি আসতে চান কিনা এখন সেটাই দেখার বিষয়।
To read only sports news, visit Sports 24X7.