Odisha FC: বাতিল ফুটবলারের গোলেই পরাজিত হল ওডিশা

Footballer Jay Gupta

নয়া মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ওডিশা (Odisha FC) দলের পক্ষে। গতবার, মরশুমের শেষের দিকে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপ জিতেছিল এই দল। তারপর নতুন মরশুমের কথা ভেবে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে দেওয়া হয় দলের দায়িত্ব।

Advertisements

নয়া মরশুমে এএফসি কাপ নিয়ে এই দলের কাছে সকলের বিশেষ প্রত্যাশা থাকলেও একের পর এক ম্যাচে লজ্জাজনক পারফরম্যান্স করেছে এই ফুটবল দল। যা বজায় রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে। পূর্বের পরাজয়ের পর আজ এফসি গোয়ার কাছে ও লজ্জাজনক ভাবে পরাজিত হয় মুর্তাজা ফলরা।যা দেখে হতাশ সকলেই। তবে ম্যাচের শুরুর দিকে পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধে খুব তাড়াতাড়ি ব্যবধান ও বাড়িয়ে ফেলেছিল ওডিশা। কিন্তু হাল ছাড়েনি এফসি গোয়া। সময় সুযোগ বুঝে ২-২ ব্যবধানে ম্যাচ নিয়ে চলে আসে মানালো মার্কেজের দল। এরপর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল করে ৩-২ গোলের ব্যবধানে এফসি গোয়াকে এগিয়ে দেন জয় গুপ্তা। বলা যায় তার গোলেই তিন পয়েন্ট তুলে নেয় এফসি গোয়া ফুটবল দল।

Advertisements

অথচ একটা সময় এই প্রতিভাবান ফুটবলারকে বাতিল করেছিল ওডিশা ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রথমদিকে তাকে দলে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে নেয়নি এই ফুটবল দল। পরবর্তীতে এফসি গোয়ায় যোগদান করেছিল করেছিলেন এই তরুণ। বর্তমানে সেখানেই পেলেন সাফল্য। যা চমকে দিয়েছে সকলকে।