লাল-হলুদের ঘর ভেঙে এই ফুটবলারকে টানল ওডিশা

শেষ হয়ে গিয়েছে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। বর্তমানে দল গঠনের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের মতো এবারও খেলোয়ার চূড়ান্ত করার ক্ষেত্রে বড়সড়…

kamaljit singh football

শেষ হয়ে গিয়েছে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। বর্তমানে দল গঠনের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের মতো এবারও খেলোয়ার চূড়ান্ত করার ক্ষেত্রে বড়সড় চমক দিয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের সই করানোর পাশাপাশি প্রতিপক্ষের ঘর ভেঙে বহু ফুটবলারকে দলে নিয়েছে ক্লাব গুলি।

   

সপ্তাহ কয়েক আগেই সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী দলের ডিফেন্ডারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যা নিঃসন্দেহে বড়সড় চমক। কিন্তু এবার দলবদলের বাজারের শেষ বেলায় লাল-হলুদের ঘর ভেঙে এক দাপুটে ফুটবলারকে ছিনিয়ে নিল ওডিশা এফসি‌। তিনি কমলজিৎ সিং। গত মরসুম পর্যন্ত মশাল ব্রিগেডের হয়ে খেলেছিলেন এই ভারতীয় গোলরক্ষক। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ডুরান্ড ও সুপার কাপের মতো টুর্নামেন্টে ও সক্রিয় হয়ে উঠতে দেখা গিয়েছিল তাঁকে।

আসন্ন আইএসএল মরসুমে কমলজিৎ সিংয়ের (Kamaljit Singh) স্কোয়াডে থাকার কথা শোনা গেলেও তা হলনা এবার। বিশেষ সূত্র মারফত খবর, ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে জগন্নাথের রাজ্যে পাড়ি দিয়েছেন তিনি। যারফলে আসন্ন আইএসএলে ওডিশা এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। এক কথায় যা বিরাট চমক। মূলত রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার উদ্দেশ্যে তাঁকে দলে টেনেছে ওডিশা কতৃপক্ষ।

গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স না এই ফুটবল ক্লাবের। সুপার কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর আইএসএল জয়ের লক্ষ্য থাকলেও সেখানেও ধাক্কা খেতে হয়েছে তাঁদের। যা নিয়ে হতাশ যা নিয়ে হতাশ সমর্থকরা। তবুও সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছেন সকলে। চুক্তি বাড়ানো হয়েছে এই স্প্যানিশ কোচের সঙ্গে। তাঁর হাত ধরেই এবার আইএসএল জয় করার স্বপ্ন দেখছে সমর্থকরা।