Monday, December 8, 2025
HomeSports NewsISL: এবার Odisha FC মাতাবে এই স্প‍্যানিশ তারকা

ISL: এবার Odisha FC মাতাবে এই স্প‍্যানিশ তারকা

- Advertisement -

বৃহস্পতিবার স্প‍্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেশপো প্রিয়েতো’কে একবছরের চুক্তিতে দলে নিল ওডিশা এফসি (Odisha FC)। নিঃসন্দেহে এবার দলগঠনের বাজারে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ওডিশা।

কোপা দেল’রে, লা লিগা ২, স্প‍্যানিশ লিগের সেকেন্ড ভিভিশনে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন এই ফুটবলার। এবার কলিঙ্গ ওয়ারিয়রসের হয়ে তিনি কি করে দেখান এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।

   

স্পেনের এক স্থানীয় ক্লাবের হয়ে যাত্রা শুরু ক্রেশপো’র। পনফেরাদিনা নামের সেই ক্লাবের যুব দলের হয়ে নজরকাড়া’র পর ক্রমশ পরবর্তী সময়ে সিনিয়র দলে সুযোগ হয় তার। এরপর আস্তোরগা হয়ে আরানদিনায়। পরবর্তী সময়ে ফিরে যান নিজের ছোটোবেলার ক্লাবে এবং সেখানেই ক্রমশ গুরুত্বপূর্ণ ফুটবলারে পরিনত হন।

শেষ দুই মরশুম একদম বিশেষ কিছু করে উঠতে পারেনি ওডিশা, তাই এবছর দারুণ শক্তিশালী একটা দল গড়ার চেষ্টা চালাচ্ছে তারা। কলিঙ্গ রাজ‍্যের এই আইএসএল ক্লাবের এবার প্রাথমিক লক্ষ‍্য থাকবে নক আউট পর্বে যাওয়া। ইতিমধ্যে ডিয়েগো মরিসিও, কার্লোস ডেলগাডোর মতো ফুটবলার’দের নিয়ে ফেলেছে তারা,এরপর তালিকায় ক্রেশপো’র আগমন তাদের আরও শক্তিশালী কথলো বলা চলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular