গত মরশুমে সুপার কাপ জয়ের পর থেকেই অন্য ছন্দে ধরা দিয়েছে ওডিশা এফসি (Odisha FC)। পরবর্তীতে সেই ফর্ম নিয়ে আইএসএল শুরু করার ভাবনা নিয়ে দাপুটে কোচ সার্জিও লোবেরাকে দায়িত্ব দেয় জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। তার হাত ধরেই এই দলে খেলতে আসেন আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো ফুটবলাররা। তাদের সঙ্গে দোসর হয়ে ওঠেন এই দলের পুরোনো তারকা তথা গতবারের গোল্ডেন বুট জয়ী এই তারকা।
আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি
তবে আইএসএল হোক কিংবা এএফসি কাপ, শুরুটা একদম ভালো হয়নি তাদের পক্ষে। একের পর এক ম্যাচে কার্যত ধরাশায়ী হতে হচ্ছিল তাদেরকে। তবে সময় যতো এগোতে থাকে একেবারে অন্য ফর্মে চলে আসে এই ফুটবল ক্লাব। টেক্কা দিতে থাকে একের পর এক ফুটবল দলকে। গত ম্যাচে ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপারজায়ান্টসকে ও বিরাট ব্যবধানে পরাজিত করে এই ফুটবল ক্লাব। যা একটা সময় কল্পনার ও অতীত ছিল সকলের কাছে।
আরও পড়ুন: Pro Kabaddi League: টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছুটছে পুনেরি পল্টন
আসলে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের ঘরের মাঠে মোহনবাগানের ধরাশায়ী অবস্থা দেখা দেওয়ার পর এই ম্যাচ নিয়েই আশা করে বসেছিলেন মেরিনার্সরা। কিন্তু তাদের সমস্ত আশায় জল ঢেলে দেন ওডিশা এফসির স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। প্রথম লেগে তাদের কাছে পরাজিত হতে হলেও দ্বিতীয় লেগে মোহনবাগানের ঘরের মাঠে বাগান ব্রিগেডকে পরাজিত করে রয় কৃষ্ণারা। আর সেই ম্যাচ হেরেই এফসি কাপের মতো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় বাগান ব্রিগেডকে। একটা সময় যেই দলকে নিয়ে প্রবল চিন্তা দেখা দিয়েছিল সকলের, পরবর্তীতে এক ম্যাচ বাকি থাকতেই কিনা তাদের ছিটকে যেতে হল টুর্নামেন্ট থেকে! আজ দুপুরে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ মোহনবাগানের।
আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!
অন্যদিকে, ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে নামছে বসুন্ধরা কিংস ও ওডিশা এফসি। এক কথায় বলতে গেলে আজ বদলার লড়াই রয় কৃষ্ণাদের। প্রথম লেগে এই দলের কাছেই নাস্তানাবুদ হয়েছিল লোবেরার ছেলেরা। তাই এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখেনা। আজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলেই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে ভারতের এই ফুটবল দল। এখন সেই প্রার্থনাই সকলের।