নতুন মরসুম শুরু হওয়ার আগে জল্পনার ঘনঘটা। বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল ওডিশা এফসি (Odisha FC) কমাতে চলেছে দল গঠনের বাজেট। এ প্রসঙ্গে জল্পনার পারদ কর্মে বৃদ্ধি পাওয়ার পর ক্লাব কর্ণধার নিজে জানালেন বাজেটের ব্যাপারে।
সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছিল, নতুন মরসুমে বাজেট কমাতে পারে ওডিশা এফসি। সদয় শেষ হওয়া মরসুমে মোটা অংকের টাকা খরচ করেছিল ক্লাব। কিন্তু প্রত্যাশা মতো মেলেনি সাফল্য। কোচ সের্জিও লোবেরা দল ছাড়তে পারেন এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কারো কারো মতে, লোবেরা ক্লাব ছাড়লে সেটা হবে ওডিশা এফসির বাজেট কমার লক্ষণ।
https://twitter.com/RohanSharma915/status/1788263182751891713
সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনার অবসান করার চেষ্টা করেছেন ওডিশা এফসির কর্ণধার রোহন শর্মা। নিজের প্রোফাইল থেকে তিনি লিখেছেন, ওডিশা এফসির বাজেটের দায়িত্বে আমি রয়েছি। এটুকু বলতে পারি, বাজেটে কোনো কাটছাঁট হচ্ছে না… বিভিন্ন জায়গায় বাজেট কমানোর দাবি চোখে পড়েছে। এই জল্পনা এবার শেষ হওয়া দরকার।’
https://twitter.com/RohanSharma915/status/1788249624991420676
রোহন শর্মা একই সঙ্গে লিখেছেন, ‘ক্লাবে সব কিছুই খুব সুন্দরভাবে চলছে।’

