আগের সিজনে একেবারেই সুবিধা করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC )। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একের পর এক ম্যাচে। ধীরে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের পিছনে ফেলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে এসেছিল মুম্বাই সিটি এফসি। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে (Super Cup 2025) ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। বলতে গেলে হতাশার মধ্যে দিয়েই কেটে গিয়েছিল মরসুম। তবে সেইসব এখন অতীত। পুরনো হতাশা কাটিয়ে এবার ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ওডিশা (Odisha FC )।
Also Read | Super Cup 2025: চার শক্তিশালী ক্লাবের অংশগ্রহণ এখনও অনিশ্চিত, কেন?
নয়া মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে শেষ কয়েকমাস ধরে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। এই পরিস্থিতিতে ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে সিনিয়র দলের ফুটবলারদের সাথে চুক্তির স্থগিতাদেশ নামিয়ে এনেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে বর্তমানে সময়ের সাথে সাথে অনেকটাই বদলেছে পরিস্থিতি। যারফলে সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতেই আয়োজিত হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ।
Also Read | Mohun Bagan in ACL Two: বাগানকে আটকাতে ফিজিক্যাল ফিটনেসে বাড়তি নজর আহালের
সেই টুর্নামেন্টের আগে অক্টোবরের শেষের দিকেই শুরু হয়ে যাবে সুপার কাপ (Super Cup 2025)। এই টুর্নামেন্ট জয়ের মধ্য দিয়েই এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে ভারতের একটি ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই দেশের সকল ফুটবল দল গুলির কাছে ব্যাপক গুরুত্বপূর্ণ এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। এক্ষেত্রে আইএসএলের দল গুলির পাশাপাশি দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগের প্রথম তিনটি ফুটবল ক্লাব সুযোগ পেয়ে থাকে এই সুপার কাপে (Super Cup 2025)। এক্ষেত্রে ইন্টার কাশীর পাশাপাশি চার্চিল ব্রাদার্স এবং রিয়াল কাশ্মীরের মতো দল এই টুর্নামেন্ট খেলার ছাড়পত্র অনায়াসে পেলেও শোনা যাচ্ছে সুপার কাপে (Super Cup 2025)হয়তো অংশগ্রহণ করবে না চার্চিল।
Also Read | East Bengal in CFL : ডুরান্ডের স্মৃতি ভুলে ডায়মন্ডের সামনে লাল-হলুদের অগ্নিপরীক্ষা!
যারফলে খেলার সুযোগ পেতে পারে চতুর্থ স্থান অধিকারী দল তথা গোকুলাম কেরালা এফসি। অপরদিকে, সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট খেলতে খুব একটা আগ্ৰহী নয় আইএসএলের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ওডিশা এফসি (Odisha FC )। যারফলে তাঁদের অংশগ্রহণ নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ওডিশা এফসির (Odisha FC ) কাছে অনুরোধ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব সুপার কাপ (Super Cup 2025) খেলার থেকে বিরত থাকলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সেটা বলাই চলে।