আইএসএল নিয়ে আশাবাদী ওডিশা, পুরনো ছন্দে ফিরতে মরিয়া ম্যানেজমেন্ট

বিগত কয়েক মাস ধরেই ধোঁয়াশার মধ্যে ছিল দেশের প্রথম ডিভিশন লিগ। উল্লেখ্য, শেষ কয়েক বছরে দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের পারফরম্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লক্ষ্য…

Odisha FC Pre-Season Starts July 2025, Targets ISL Glory

বিগত কয়েক মাস ধরেই ধোঁয়াশার মধ্যে ছিল দেশের প্রথম ডিভিশন লিগ। উল্লেখ্য, শেষ কয়েক বছরে দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের পারফরম্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। সেজন্য, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলারদের আসার সংখ্যা বেড়েছিল ব্যাপকভাবে। প্রত্যেকটি মরসুমে নতুন নতুন ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজর কাড়তে শুরু করেছিল সকলের কাছে। কিন্তু এবার এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে রয়েছে জটিলতা। আসলে আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

যারফলে আগামী সিজনে আদৌ এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা সেই নিয়ে রয়ে গিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। যার ফলে দল গঠন নিয়েও ধীরে চলো নীতি গ্রহণ করতে দেখা গিয়েছিল টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাবকে। সেই পরিস্থিতির মধ্যেই বিরাট সিদ্ধান্তের পথে হেঁটেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসি (Odisha FC)। গত ৫ই আগস্ট থেকে দলের সকল ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কার্যত স্থগিতাদেশ নামিয়ে এনেছিল ম্যানেজমেন্ট। এমনকি আরও বলা হয়েছিল যে ইন্ডিয়ান সুপার লিগ বর্তমানে যা পরিস্থিতি তাতে দলের ফুটবলাররা যদি অন্যত্র কোনও ক্লাবে যোগদান করতে চায় তাহলে সেক্ষেত্রে বাধা দেবে না সার্জিও লোবেরাদের ক্লাব।

   

এমন পরিস্থিতি নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছিল সকল সমর্থকদের। ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে এই গোটা বিষয়টি চালিত হলেও এবার এই নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, বর্তমানে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গতিবিধি নজরে রেখেই আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে সুপার কাপ জয়ী এই ফুটবল ক্লাব। যারফলে আবার ও দলের খেলোয়াড়দের পাশাপাশি অন্যান্য সকল সাপোর্টিং স্টাফেদের বেতন দিতে শুরু করেছে ম্যানেজমেন্ট।

Advertisements

যেটা নিঃসন্দেহে ইতিবাচক দিক হতে পারে সকলের কাছে। তবে শুধুমাত্র ওডিশা নয়, আরও জানা‌ গিয়েছে, দল গঠনের কাজ পুনরায় শুরু করেছে ইন্ডিয়ান সুপার লিগের দুইটি ক্লাব। সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। যদিও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ।