Odisha FC: কার্লোস ডেলগাডোর সঙ্গে চুক্তি বাড়াতে চায় ওডিশা, হাতছাড়া বেঙ্গালুরুর?

এই ফুটবল মরশুমটা খুব একটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC)। গতবারের মতো এবারও সুপার কাপের ফাইনালে উঠলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় ইমামি…

Portrait of Carlos Delgado, a man with short dark hair and a confident expression, wearing a dark suit and tie against a neutral background.

short-samachar

এই ফুটবল মরশুমটা খুব একটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC)। গতবারের মতো এবারও সুপার কাপের ফাইনালে উঠলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় ইমামি ইস্টবেঙ্গলের কাছে। ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিওর গোলে দল এগিয়ে থাকলেও পরবর্তীতে নন্দকুমার শেখর ও ক্লেটনদের দাপটে কার্যত পরাজয় স্বীকার করে নিতে হয় তাদের। যারফলে, বহু বছর পর আবারো সর্বভারতীয় স্তরের কোনো ট্রফি জয়ের স্বাদ পায় মশাল ব্রিগেড। তবে সুপার কাপের হতাশা ভুলে আইএসএল জয়ের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি মরিসিওদের।

   

ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে রয় কৃষ্ণাদের‌। যা নিয়ে প্রবল হতাশা রয়েছে সমর্থকদের মধ্যে। তবুও নিজেদের পুরোনো কোচের উপরেই ভরসা রাখছে ওডিশা ম্যানেজমেন্ট। সেজন্য, স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এই ফুটবল ক্লাব।

পাশাপাশি নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এক্ষেত্রে বর্তমানে ব্যাপকভাবে উঠে আসছে কার্লোস ডেলগাডোর কথা। এই সিজনে এএফসি কাপের পাশাপাশি নিজেদের ঘরের মাঠে আইএসএল সেমিফাইনালে গোল করেছেন এই স্প্যানিশ তারকা।

শোনা যাচ্ছে, আগামী সিজনে ও এই বিদেশি ডিফেন্ডারকে দলে রাখতে চাইছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তবে নতুন সিজনে তাকে পেতে অনেক আগে থেকেই ঝাঁপিয়েছিল বেঙ্গালুরু এফসি। কথাবার্তা ও নাকি এগিয়েছে অনেকটা দূর। তবে নিজের পুরোনো ক্লাবের তরফ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব আসলে আদৌ দলবদলের ক্ষেত্রে কতটা আগ্ৰহী থাকবেন, সেটাই দেখার বিষয়।