অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ওডিশা, দল ছাড়তে পারেন একাধিক ফুটবলার

চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না ওডিশা এফসির (Odisha FC)। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।…

Odisha FC Vs Punjab FC

চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না ওডিশা এফসির (Odisha FC)। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। কিন্তু গত বছরের শেষটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আটকে যেতে হয়েছিল দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। তবে নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছে আহমেদ জাহুরা। প্রথমেই তাঁরা পরাজিত করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের।

Also Read | ক্রিকেটের নন্দনকাননে ‘ইতিহাসে’র পথে কিং কোহলি 

   

তবে পরের ম্যাচেই দুর্বল চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশার। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দেয় হুগো বুমোসরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ীদের। যারফলে স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই।

Advertisements

লিগের শেষ ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে জয় সুনিশ্চিত করে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার সিক্স নিশ্চিত করে ফেলে মুম্বাই সিটি এফসি। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি ওডিশা সমর্থকরা। তাছাড়া আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই একাধিক সমস্যায় জর্জরিত থেকেছে ওডিশা এফসি। গত মোহনবাগান ম্যাচের আগেই সকলকে চমকে দিয়ে শিবির ছেড়েছিলেন মরোক্কান তারকা আহমেদ জাহু।

সেটা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। পরবর্তীতে সেই নিয়ে জারি করা হয় বিশেষ বিবৃতি। এছাড়াও এবারের ইন্ডিয়ান সুপার লিগে দল চ্যাম্পিয়নশিপের দৌড়ে না থাকায় যথেষ্ট হতাশা দেখা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে। এমনকি দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার সঙ্গে চুক্তি বিচ্ছেদের কথা ও উঠে এসেছে একাধিকবার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। তবে শোনা যাচ্ছে অন্যান্য ক্লাবগুলির তরফ থেকে আসা প্রস্তাবগুলিও নাকি খতিয়ে দেখছেন লোবেরা। এমনকি নতুন সিজনে আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে নাকি যুক্ত থাকতে আগ্রহী নয় একাধিক ফুটবলার।
সেইমতো অন্যান্য ক্লাবগুলির প্রস্তাবের দিকেও নজর রয়েছে তাঁদের। সব মিলিয়ে বলতে গেলে একাধিক সমস্যায় জর্জরিত এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই যা প্রভাব ফেলতে পারে আগামী মরসুমের দল গঠনের ক্ষেত্রে।