ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৪-২৫ মরশুমে টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে কোচ পরিবর্তনের মধ্যে দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) শুরু থেকেই ছন্দে ফিরতে শুরু করে লাল-হলুদ শিবির। যদিও প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিপক্ষে ড্র করে। এরপর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে কলকাতা ময়দানের এই প্রধান।
বসুন্ধরা কিংস (Bashundhara Kings) থেকে শুরু করে লেবাননের নাজমেহ এসসির (Nejmeh SC) মতো শক্তিশালী দলকে পরাজিত করে এএফসির কোয়ার্টার ফাইনালে উঠে আসে মশাল ব্রিগেড। এই সবের মধ্যে দলের প্ৰাক্তন অধিনায়ক ক্লেন্টন সিলভার (Cleiton Silva) পারফম্যান্স হতাশ করেছে সমর্থকদের। এবার প্রকাশ্যে এল শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ছেড়ে কোন নতুন দলে নাম লেখাতেন পারেন লাল-হলুদের এই ব্রাজিলিয়ান ফুটবলার (Brazilian Footballer)।
Robson Robinho : রবসন রবিনহো কবে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে? জানালেন খোদ লাল-হলুদের কোচ
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিজের স্থান নিশ্চিত করার পর, দলের নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের হাত ধরে আইএসএলেও ছন্দে ফিরতে শুরু করে মশাল ব্রিগেড। মিনি ডার্বি ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিছুটা পিছিয়ে থাকতে হলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। তারপর গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে সকলকে চমকে দেয় তাঁরা । যারফলে আইএসএলের চলতি মরশুমে প্রথম জয় ছিনিয়ে নেয় লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। সেই ছন্দ বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। আগামী ৭ই ডিসেম্বর ইন্দোরে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে লাল-হলুদ শিবির।
চেন্নাইয়িন ম্যাচের আগে যথেষ্ট চাপে ইস্টবেঙ্গল, কেন?
সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেন্টন সিলভার ভবিষ্যৎ কী? সেই বিষয়েও কৌতূহল বাড়ছে লাল-হলুদ সমর্থকদের মধ্যেও। বেশ কয়েক দিন আগে লাল-হলুদ শিবির ম্যানেজমেন্টের একাংশ সূত্রে জানা গিয়েছিল, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে ব্রাজিলিয়ান ফুটবলার তথা দলের প্রাক্তন অধিনায়ক ক্লেন্টন সিলভাকে। তাঁর জায়গায় দলে নিয়ে আসা হতে পারে আরেক ব্রাজিলিয়ান ফুটবলার তথা বসুন্ধরা কিংসের হয়ে খেলা রবসন রবিনহোকে।
Saul Crespo : চেন্নাই ম্যাচের আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল, দলে এই স্প্যানিশ ফুটবলার
ইতিমধ্যে এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, “রবসন অসাধারণ ফুটবলার। তিন বছর আমার কোচিংয়ে খেলেছে। তবে রবসন এক নয়, আরও কয়েকজন ফুটবলার আমাদের নজরে রয়েছে। কারণ, দলের মধ্যে বেশ কিছু বিভাগের দুর্বলতা চিহ্নিত করেছি। এই মুহূর্তে দলের ছয়জন বিদেশির সঙ্গে চুক্তি রয়েছে। ডিসেম্বরে পাঁচটি ম্যাচ রয়েছে, সেখানেই ওদের প্রমান করতে হবে, ইস্টবেঙ্গলের হয়ে খেলার যোগ্যতা রয়েছে কিনা।”
অনুশীলনে ফিরলেন দীপক, টম অলড্রেডকে নিয়ে ধোঁয়াশা
তাই সমর্থকদের মধ্যেও স্বভাবতই কৌতূহল বাড়ছে ইস্টবেঙ্গল ছাড়লে কোন দলে যাবে তাঁদের প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে ওডিশার এফসির (Odisha FC) ফুটবলার রয় কৃষ্ণ (Roy Krishna) এসিএল ইনজুরির কারণে পুরো মরশুম থেকে বাদ পড়তে চলেছে। এবার তাঁর জায়গায় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেন্টন সিলভাকে দলে নিয়ে আসতে আগ্রহী ওডিশা এফসির ম্যানেজমেন্ট।
UPDATE : Odisha FC have shown initial interest in signing East Bengal’s Brazilian striker Cleiton Silva after Roy Krishna was ruled out for the entire season with an ACL injury.#JoyEastBengal #EastBengalFC #ISL
✍️ @aajkaalofficial @aajkaalnews pic.twitter.com/1MxLGoirIH— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) December 5, 2024