লড়াই কাঁটায় কাঁটায়। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বিরুদ্ধে মাঠে নামবে ওড়িশা এফসি (Odisha FC)। এটি ওড়িশা এফসির অ্যাওয়ে ম্যাচ। খাতায় কলমে দুই দলের শক্তি মোটামুটি সমানে সমানে। কে এগিয়ে আর কে পিছিয়ে সেটা ম্যাচ শুরু হওয়ার আগে বলা মুশকিল।
দুই দলের দুই ব্রাজিলিয়ান ফুটবলারের দিকে চোখ রাখবেন ফুটবল প্রেমীরা। ওড়িশা এফসির দিয়েগো মরিশিও ভারতীয় ফুটবলে নিজের জাত চিনিয়েছেন অনেক আগে। বেশ কয়েক মরসুম হল তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। ওড়িশা এবং মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে খেলছেন তিনি। এবার দলের আক্রমণভাগে তার জুটি হয়েছে রয় কৃষ্ণার সঙ্গে। ফর্মে থাকলে দুজনেই যে প্রতিপক্ষে উড়িয়ে দিতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যে গোল পেয়েছেন দিয়েগো। প্রশিক্ষক হিসেবে আবারও তিনি পেয়েছেন সেরজিও লোবেরাকে। মরসুমের শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি ওড়িশা এফসি। তবে মরিশিওর গোলে ফেরা ক্লাবের জন্য অবশ্যই স্বস্তির বিষয়। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পার্থক্য গড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন তিনি।
ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন আরও এক ব্রাজিলিয়ান। তিনি বসুন্ধরা কিংসের দোরিয়েলটন। বাংলাদেশ ফুটবল লীগে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। গোল করার পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকবেন বসুন্ধরা কিংসের এই ব্রাজিলিয়ান নাম্বার নাইন। বসুন্ধরা কিংসের হয়ে গত মরসুমে জিতেছিলেন জোড়া খেতাব।


