Laldinliana Renthlei: ওডিশা এফসির এই ফুটবলারকে চূড়ান্ত করল চেন্নাইয়িন

Laldinliana Renthlei

গত সিজনে একাধিক হেভিওয়েট দলকে টেক্কা দিয়ে আইএসএলের প্লে-অফে উঠেছিল চেন্নাইয়িন এফসি। পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেইসব ভুলে নতুন মরসুমে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব।

এক্ষেত্রে ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের নির্দেশ মেনেই দল সাজানোর কাজ শুরু করে ম্যানেজমেন্ট। গত কয়েক মাসে প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে টেনেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। এবার তাদের নজর গিয়ে পড়েছে ওডিশা এফসির লেফট ব্যাক লালদিনলিয়ানা রেন্থলেইয়ের (Laldinliana Renthlei) দিকে।

   

হিসেবে অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত ওডিশা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় ফুটবলার। যতদূর খবর, বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে আনতে চাইছে চেন্নাইয়িন। কথাবার্তা ও এগিয়েছে অনেকটা দূর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফুটবলারের যোগদানের কথা ঘোষনা করতে পারে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

মূলত রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে তাঁকে দলে নিতে চাইছে চেন্নাইয়িন। এছাড়াও রক্ষণভাগকে শক্তিশালী করতে আরো এক বিদেশি ডিফেন্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন