HomeSports Newsলোকাল ছেলেদের নামিয়ে ৫ গোলে জিতল Odisha FC

লোকাল ছেলেদের নামিয়ে ৫ গোলে জিতল Odisha FC

- Advertisement -

তরুণ প্রতিভা সম্পন্ন ফুটবলারদের নিয়ে মাঠে নেমেছিল ওডিশা এফসি (Odisha FC)। এই যুব ব্রিগেডের হাত ধরে এল ৫ গোল। সেই সঙ্গে ক্লিন শিট। ডুরান্ড কাপ ২০২৪ (Durand Cup 2024)-এর অভিযান ফাইভ স্টার পারফরম্যান্স দিয়ে শুরু করলে ওডিশা এফসি। বিএসএফ ফটবল টিমের বিরুদ্ধে ৫-০ গোলে জিতল ওডিশা। শনিবারের এই ম্যাচে জোড়া গোল করেছেন দশ নম্বর জার্সিধারী ফুটবলার গিবসন।

Jobby Justin: দেখতে দেখতে ৭ গোল হয়ে গেল জবির

   

বিরতির আগে পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। বরং এক সময় গোল পাওয়ার আশায় বেশ কসরত করতে হয়েছিল ওডিশা এফসির ফুটবলারদের। গোল এল সেই ৫০ মিনিটের মাথায়। ওড়িশার রাহুল মুখির গোল। এরপর আরও চার গোল। ৫০ থেকে ৭৮ মিনিটের মধ্যে ৫ গোল ওডিশা এফসির।

০-৬ গোলে হেরে ছিটকে গেল East Bengal

ওড়িশা এফসি ডুরান্ড কাপ স্কোয়াড:

গোলরক্ষক: নীরজ কুমার, সিদ্ধান্ত প্রধান।

ডিফেন্ডার: তঙ্কাধর বাগ, শুভম ভট্টাচার্য, পাওগৌমাঙ্গ সিংসন, ধীরজ দত্ত, কুশাং সুব্বা, জেরেমি জোহমিংলুয়া, আরিয়ান খোকার (ট্রায়ালে)।

মিডফিল্ডার: লালিয়ানসাঙ্গা রেনথলেই, নরেন্দ্র নায়েক, রাজা হরিজন, পুংতে লাপুং, লেইভন রেংলুন আনন্দ, গিভসন সিং

ফরোয়ার্ড: আফাওবা সিং, হেমন্ত ঠাকুর, মানব রাওয়াত, দীনেশ সিং, রোশন পান্না, রাহুল মুখি, কার্তিক হান্টাল।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ডুরান্ড কাপ একটি সমৃদ্ধ ইতিহাস সহ একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। ওড়িশা এফসি প্রতিযোগিতায় ভাল কিছু করে দেখানোর জন্যই মাঠে নামবে। ডুরান্ড কাপ স্থানীয় ওড়িয়া প্রতিভাদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত সুযোগ।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular