এএফসিতে দৌড় শেষ ১৭ গোল খাওয়া ভারতের এই ক্লাবের

এএফসির (AFC) একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল ভারতের ক্লাবগুলির। প্রথমে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে যোগ্যতা অর্জনের ম্যাচ হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল গতবারের কলিঙ্গ সুপার…

Odisha FC ends ACWL

এএফসির (AFC) একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল ভারতের ক্লাবগুলির। প্রথমে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে যোগ্যতা অর্জনের ম্যাচ হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল গতবারের কলিঙ্গ সুপার কাপ জয়ী তথা বাংলার ফুটবলের এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। ফলত লাল-হলুদ শিবিরকে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগ। অন্যদিকে এএফসির অনুচ্ছেদের ৫.২ লঙ্ঘন করার অভিযোগে এসিল টু থেকে বাদ পরে ময়াদনের আরেক প্রধান তথা গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এএফসির আরেক টুর্নামেন্টে দৌড় শেষ হল ভারতের আরেক ক্লাবের।

Advertisements

অষ্টমীতে ‘মোহময়ী’ তৃষা, শাড়িতে মন জিতলেন সমর্থকদের

Advertisements

শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ওডিশা এফসি। এবছর তাঁরা একমাত্র মহিলা দল হিসেবে যোগ্যতা অর্জন করেছিল এএফসির এই টুর্নামেন্টে খেলার। এদিন তাইচুং ব্লু হোয়েল মহিলা ফুটবল দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ের খেলতে নেমেছিল ওডিশা এফসির মালতি মুন্ডারা। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ৪-০।

আইলিগ নিয়ে বড় আপডেট, শোনাল AIFF

এদিনের ম্যাচে প্রথমার্ধের শেষ হওয়ার কয়েক মিনিট আগেই দুটি গোল করে এগিয়ে যায় তাইচুং ব্লু হোয়েল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুটি গোল করে ওডিশা এফসির থেকে ৪ গোলের ব্যবধান বাড়ায় এই দল। গ্রূপের তিন ম্যাচের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি ভারতের এই ক্লাব। প্রথম ম্যাচে উরওয়া রেড ডায়মন্ডসদের কাছে ১৭-০ গোলে হার, দ্বিতীয় ম্যাচে হো চি মিন সিটি মহিলা এফসির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়। এদিন গ্রূপ পর্যায়ের শেষ ম্যাচে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ওডিশা এফসির মহিলা ফুটবল দল।