বৃথা লড়াই! ওডিশার বিপক্ষে ফের পরাজিত ইস্টবেঙ্গল

ফের পরাজিত ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত মহামেডান ম্যাচ থেকেই অপরাজিত ছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেই ডার্বি ম্যাচের পর অনায়াসেই তাঁরা জয় তুলে নিয়েছিল…

East Bengal vs Odisha FC

ফের পরাজিত ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত মহামেডান ম্যাচ থেকেই অপরাজিত ছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেই ডার্বি ম্যাচের পর অনায়াসেই তাঁরা জয় তুলে নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন এফসির বিপক্ষে। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। এদিনের ম্যাচে তাঁদের পরাজিত হতে হল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির কাছে। সম্পূর্ণ সময় শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

এদিন ওডিশা এফসির জার্সিতে গোল করেন যথাক্রমে জেরি মাউহিমিংথাঙ্গা এবং মরোক্কান তারকা হুগো বুমোস। অন্যদিকে, লাল-হলুদের হয়ে একটিমাত্র গোল করেন লালচুংনুঙ্গা। এই ম্যাচে জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকল ওডিশা এফসি‌। অন্যদিকে এগারো নম্বরেই থাকল মশাল ব্রিগেড। আজ ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল অস্কার ব্রুজনের ছেলেদের। সময় যত এগিয়েছে ঘন ঘন আক্রমণে উঠে আসতে থাকে পিভি বিষ্ণু থেকে শুরু করে ক্লেটন সিলভার মতো ফুটবলাররা।

   

যারফলে বেশ কয়েকবার গোলের সুযোগ ও এসে গিয়েছিল ময়দানের এই প্রধানের কাছে। তবে গোলের দেখা মেলেনি। পরবর্তীতে সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। হুগো বুমোস থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো ফুটবলাররা প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুব একটা সমস্যা হয়নি হিজাজি মাহেরদের। তবে প্রথমার্ধে লাল কার্ড দেখে জিকসন সিং মাঠ ছাড়তেই যথেষ্ট চাপে পড়ে যায় দল। তবুও কমেনি আক্রমণের তেজ।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। তারপর ৫৩ মিনিটের মাথায় লালচুংনুঙ্গার পা থেকে আসে গোল। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ বজায় থাকেনি। দুই মিনিটের মাথায় গোল শোধ করে যান জেরি। তারপর ফের হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের বয়স যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে ওঠে দুই দল। যা দেখে বোঝার উপায় ছিলনা যে ইস্টবেঙ্গল দশজনে লড়াই করছে‌। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই লড়াই। ম্যাচের শেষ কোয়ার্টারে গোল করে ব্যবধান বাড়িয়ে যান হুগো বুমোস। তাঁর গোলেই আসে জয়।

East Bengal FC’s unbeaten run ends as Odisha FC claims a 2-1 win in a gripping ISL match. Goals from Jerry Mawihmingthanga and Hugo Boumous seal the victory for Odisha despite East Bengal’s strong fightback.