জাতীয় দলের ফুটবলরের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি সারল ওডিশা এফসি

Indian Football Team Thoiba Singh long term contract with Odisha FC

ওডিশা এফসি (Odisha FC) আরেকবার প্রমাণ করল যে তারা তরুণ প্রতিভা গড়ে তোলায় বিশ্বাস রাখে। ক্লাব সম্প্রতি ঘোষণা করেছে ডিফেন্ডার থোইবা সিং মোইরাংথেমের (Thoiba Singh) সঙ্গে তাদের চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৯ সাল পর্যন্ত। ২০১৯–২০ সিজনে মাত্র ১৭ বছর বয়সে ক্লাবে যোগ দেওয়া থোইবা ধীরে ধীরে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডারে পরিণত হয়েছেন।

ইংল্যান্ড সফরে অধিনায়কের দায়িত্বে গম্ভীরের ফেভারিট তরুণ ক্রিকেটার! সিলমোহর দেবে BCCI

   

এই তরুণ মণিপুরী ফুটবলারের রক্ষণভাগে অবদান বিগত কয়েক মরসুম ধরে চোখে পড়ার মতো। যদিও গোটা দলের পারফরম্যান্স সবসময় চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও, থোইবার একক প্রচেষ্টায় বহু ম্যাচে রক্ষণভাগ সুসংহত ছিল। তার পারফরম্যান্স শুধুমাত্র দলের ভরসার প্রতীক হয়ে ওঠেনি, বরং ভারতীয় ফুটবলের (Indian Football Team) ভবিষ্যতের প্রতীক হিসেবেও বিবেচিত হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Odisha FC (@odishafcofficial)

২০২৩–২৪ মরসুমে আইএসএলে থোইবার অন্যতম উজ্জ্বল মুহূর্ত আসে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে একটি নকআউট ম্যাচে। সেই ম্যাচে তার বুদ্ধিদীপ্ত পাস থেকেই রয় কৃষ্ণ গোলের সুযোগ তৈরি করেন, যেটি শেষ করেন দিয়েগো মাউরিসিও। এই গুরুত্বপূর্ণ সমতাসূচক গোল ওডিশার জন্য ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। এছাড়াও, গত মরসুমের শুরুতে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ২–২ ড্র ম্যাচে থোইবার দুর্দান্ত একটি গোল আসে। রক্ষনভাগের ফুটবলারের কাছ থেকে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসনীয়।

ইডেনে অনিশ্চিত ২০২৫ ফাইনাল! ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ, তারপর যা ঘটল

এই মরসুমে থোইবা আরও বড় সাফল্য পান, যখন তিনি প্রথমবারের মতো ভারতের জাতীয় দলের হয়ে ডাক পান। একজন তরুণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়া তার উন্নয়নের স্বীকৃতি। ওডিশা এফসির পক্ষ থেকেও এই সুযোগটিকে গর্বের বিষয় হিসেবে দেখা হয়েছে।

ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “থোইবা শুধুমাত্র একজন প্রতিভাবান ডিফেন্ডার নয়, বরং দলের মধ্যে ইতিবাচক মনোভাব ও প্রতিশ্রুতি নিয়ে আসেন। তিনি এখন দলের রক্ষণভাগের মূল স্তম্ভ। এই চুক্তি নবায়নের মাধ্যমে ক্লাব ও থোইবা উভয়েই একটি স্থায়ী সম্পর্ক গড়ে তুললো, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।”

চলতি মরসুমে থোইবা স্প্যানিশ অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস ডেলগাডো ও সেনেগালিজ স্টপার মোর্তাদা ফলের সঙ্গে রক্ষণভাগে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলেন। আন্তর্জাতিক মানের এই দুই খেলোয়াড়ের সঙ্গে খেলতে গিয়ে থোইবা নিজের মান ও ছাপ রাখেন এবং অনেক কিছু শিখতেও পারেন। তরুণ হওয়া সত্ত্বেও তার মধ্যে নেতৃত্বের গুণাবলী দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হতে পারে।

শিশিরের চার গোলে ইয়ং চ্যাম্পসের বিরুদ্ধে ঝড় তুলল মশাল ব্রিগেড

থোইবা সিং নিজেও এই নতুন চুক্তি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ওডিশা এফসি আমার বাড়ির মতো। এখানে আমি ছোটবেলা থেকেই খেলছি এবং এখানে থেকেই অনেক কিছু শিখেছি। এই ক্লাব আমাকে সুযোগ দিয়েছে, আস্থা রেখেছে। আমি কৃতজ্ঞ এবং আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত।”

ওডিশা এফসির এই পদক্ষেপ নিঃসন্দেহে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনার অংশ, যেখানে তারা তরুণ খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে একটি শক্তিশালী ও স্থিতিশীল স্কোয়াড গড়ে তুলতে চাইছে। থোইবার সঙ্গে চুক্তি নবায়নের মাধ্যমে তারা আবারও প্রমাণ করল, প্রতিভা এবং পরিশ্রমের কদর ক্লাবটি করে থাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleGeeta University: Revolutionising The Future of Higher Education with Its Unique Vision
Next articleকেকেআরের প্লে-অফের কাঁটা বৃষ্টি! জানুন বিস্তারিত
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।