সব অনিশ্চয়তা কাটিয়ে আইএসএল খেলতে রাজি ওডিশা এফসি

odisha-fc-confirmed-isl-participation-new-season

আগের মরসুমে খুব একটা সুবিধা করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC)। ডুরান্ডের ধাক্কা কাটিয়ে দল ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে এসেছিল মুম্বাই সিটি এফসি। সেই হতাশা কাটিয়ে গত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেইসব ভুলে নতুন ফুটবল সিজনের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই দল।

Advertisements

যেখানে নতুন ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। তৎকালীন কোচ সার্জিও লোবেরার নির্দেশ মতোই দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁদের নিয়েই এবারের এই সুপার কাপে নেমেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। কিন্তু সাফল্য মেলেনি। বরং গ্ৰুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ীদের। সেই ধাক্কা ভুলে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর সকলে। তবে এবার দেশের এই প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণ করা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছিল এই ক্লাবের।

   

সপ্তাহ কয়েক আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার মধ্য দিয়ে ঘোষণা হয়েছিল আইএসএল শুরুর দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। সেখানে অংশগ্রহণকে কেন্দ্র করে গত কয়েকদিনে অন্যান্য দল গুলি সবুজ সংকেত দিলেও অনিশ্চয়তায় ছিল ওডিশা এফসি। যেটা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবলপ্রেমীদের‌। গত শনিবার নিজেদের সিদ্ধান্ত জানানোর দিনক্ষণ থাকলেও ফেডারেশনের কাছে তা বাড়িয়ে সোমবার পর্যন্ত আনার অনুরোধ করেছিল ম্যানেজমেন্ট।

অবশেষে আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশের প্রথম ডিভিশন এই ফুটবল লিগে অংশগ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে ওডিশা কতৃপক্ষ। এবার সুপার কাপের হতাশা ভুলে দল আদৌও কতটা সফল হতে পারে সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements