প্রাক মরসুম প্রস্তুতির জন্য থাইল্যান্ডে পাড়ি দিয়েছিল ওড়িশা এফসি (Odisha FC)। সেখানকার দলের বিরুদ্ধে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার ফেরার পালা। ভারতে আসার আগে ব্যাংকক থেকে হুংকার দিলেন ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)।
ইস্টবেঙ্গলের নাকের ডগা থেকে সার্জিও লোবেরাকে কার্যত ছিনিয়ে নিয়ে এসেছিল ওড়িশা এফসি। ইন্ডিয়ান সুপার লীগে খেলার অন্যতম জনপ্রিয় এই প্রশিক্ষককে সামনে রেখে দল সাজিয়েছে সৈকত নগরীর ক্লাব। বলা বাহুল্য এবারের ওড়িশা এফসি স্কোয়াড রীতিমতো সমীহ জাগানোর মতো। স্কোয়াডের বিদেশে ব্রিগেড পরীক্ষিত। বেশিরভাগ ফুটবলার ভারতের মাটিতে ইতিমধ্যে সফল। পুরনো ছাত্রদের দলে রেখেছেন লোবেরা। দলে নেওয়া হয়েছে রয় কৃষ্ণার মতো স্ট্রাইকারকে।
থাইল্যান্ডের প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ওড়িশা এফসি। প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছিল। পরের তিন ম্যাচে জয় পেয়েছে ওড়িশা। দলের বিদেশি সহ নির্ভরযোগ্য ফুটবলাররা খুঁজে পেয়েছেন প্রতিপক্ষের জাল। সব মিলিয়ে থাইল্যান্ডের মনোরম আবহাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ওড়িশা এফসির খেলোয়াড়রা।
প্রস্তুতি শেষে সোশ্যাল মিডিয়ায় সার্জিও লোবেরা বলেছেন, “ওড়িশা এফসির হয়ে কাজ করার আগে খুব উত্তেজিত ছিল। এখন আমি খুব আনন্দিত। একুশ দিন একসঙ্গে থাকার পর আমরা একটা পরিবার হয়ে উঠেছি, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো সমবেতভাবে।”
Preseason in Thailand ends.
I was excited before I started working on this project but now I can say that I am really delighted.After spending 21 days with this group of people, I feel we are a family excited to make their dreams come true..We are going to work hard to achieve it pic.twitter.com/M3qGLIMain— Sergio Lobera (@SergioLobera1) August 22, 2023