বেঙ্গালুরুর বধ করে কী বললেন লোবেরা? জানুন

কেরালা ম্যাচের হতাশা ভুলে গত বুধবার ছন্দে ফিরেছে ওডিশা এফসি (Odisha FC)। সূচি অনুযায়ী সেদিন সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল রাহুল…

Sergio Lobera

কেরালা ম্যাচের হতাশা ভুলে গত বুধবার ছন্দে ফিরেছে ওডিশা এফসি (Odisha FC)। সূচি অনুযায়ী সেদিন সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল রাহুল কেপিরা। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে জগন্নাথ ধামের এই ফুটবল ক্লাব। ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিওর জোড়া গোলের পর দলের হয়ে জয় সূচক গোল করে যান জেরি মাউহিমিংথাঙ্গা।‌ যারফলে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দেশের এই প্রথম ডিভিশন লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসলো ওডিশা।

সেই নিয়ে যথেষ্ট খুশি ওডিশা কোচ সার্জিও লোবেরা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” “আমি খুব খুশি কারণ আমার মনে হয় এই স্টেডিয়ামে জেতা খুবই কঠিন। তাছাড়া কান্তিরাভার বুকে পিছিয়ে থেকে ম্যাচ জেতা যথেষ্ঠ কঠিন। বলতে এই এই তিনটি পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আমরা সঠিক সময় একটি বড় জয় পেয়েছি। বিশেষ করে “দ্বিতীয়ার্ধে, আমরা নিজেদের সেরাটা দিতে পেরেছি। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুপার সিক্সের জন্য। দলের সকল খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি খুব খুশি।”

   

পাশাপাশি প্রতিপক্ষ দলের তারকা ফুটবলার আলেকসান্ডার জোভানোভিচের লাল কার্ড দেখার ফলে দল যে বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছিল সেটাও স্বীকার করে নিলেন এই স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ” এই পরিস্থিতি অবশ্যই আমাদের যথেষ্ট সাহায্য করেছে। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসিকে আমাদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার ক্ষেত্রে ও একই পরিস্থিতি সাহায্য করেছিল। যখন আপনি খুব শক্তিশালী দলের বিরুদ্ধে খেলছেন এবং তাঁরা একজন খেলোয়াড় কম নিয়ে দীর্ঘ সময় ধরে খেলছে, তখন এটি গুরুত্বপূর্ণ। এটি নিঃসন্দেহে অ্যাডভান্টেজ দিয়েছে।”

তবে দলের রক্ষণভাগকে আর ও মজবুত করতে তৎপর লোবেরা। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই দুইটি গোল হজম করার মতো বিষয়কে কিছুতেই হালকা ভাবে নিচ্ছেন না তিনি। এক্ষেত্রে পরবর্তী ম্যাচের আগে ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র খুঁজতে চান তিনি।