আগের সিজনটা একেবারেই ভালো যায়নি ওডিশা এফসির (Bumous)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে প্রথম থেকেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে।
যেটা খুশি করেনি সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তবে পরের ম্যাচেই দুর্বল চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা ছিল না ওডিশার। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে।
২২ গজে জোড়া ভারত-পাক দ্বৈরথ! এই দিন আরও এক মহারণ
তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিয়েছিল তৎকালীন কোচ সার্জিও লোবেরার ছেলেরা। স্বাভাবিকভাবেই অনেকে মনে করেছিল যে হয়তো সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করে ফেলবে ওডিশা এফসি। কিন্তু সেটা সম্ভব হয়নি।
তারপর নিজেদের শহরে আয়োজিত সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই খালি হাতে মরসুম শেষ করেছিল ওডিশা। সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেখানেও মিলেছে হতাশা। এবার গোয়ার বুকে আয়োজিত এই টুর্নামেন্টের গ্ৰুপ পর্বেই ছিটকে গিয়েছিল ওডিশা।
সেই হতাশা কাটিয়ে আসন্ন প্রথম ডিভিশন লিগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। তবে গত কয়েক মাসে বদলে গিয়েছে অনেককিছু। দল ছেড়েছেন কোচ সার্জিও লোবেরা। বর্তমানে দেশের অন্যতম সফল ফুটবল দল মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বপ্রাপ্ত তিনি।
এছাড়াও দল ছেড়েছেন বেশকিছু ফুটবলার। এসবের মাঝেই এবার উঠে আসলো নয়া তথ্য। এবার লোন চুক্তির মধ্য দিয়ে আইএসএল থেকে মালয়েশিয়ায় ফুটবল ক্লাবে খেলতে গেলেন মরোক্কান তারকা হুগো বুমোস। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে জানানো হয়েছে সেই বিষয়টি।
যেখানে এই তারকার ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘আদনান হুগো বুমোস মরসুমের শেষ পর্যন্ত লোন চুক্তিতে সেলাঙ্গর এফসি (মালয়েশিয়া)-তে যোগ দিয়েছেন। তার সামনের যাত্রার জন্য অনেক শুভকামনা।’ যেটা কিছুটা হলেও হতাশ করবে সমর্থকদের।
বলাবাহুল্য, বিগত কয়েক মরসুম ধরেই ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থেকেছে বুমোসের। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ওডিশা দলের হয়ে ও নিজের জাত চিনিয়ে ছিলেন এই ফুটবলার। এবার বিদেশি ক্লাবে নিজের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ এই অ্যাটাকিং মিডফিল্ডারের।
