মুম্বই সিটি এফসির ঘাড়ে ওডিশা এফসি নিঃশ্বাস ফেলছে শিকারি কুমিরের ছন্দে

crocodiles

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ৭ ম্যাচ খেলে তিন নম্বরে ওডিশা এফসি (Odisha FC)। ৫ ম্যাচে জয়,এক ম্যাচ ড্র এবং দু’ম্যাচ হেরে ওডিশা এখন লিগ টপার হওয়ার দৌড়ে হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসির (Mumbai City FC) ঘাড়ে নিশ্বাস ফেলছে শিকারি কুমিরের ছন্দে।
হ্যাঁ, শিকারি কুমিরের ছন্দেই ISL’এ নিজেদের অবস্থানের জানান দিচ্ছে হেডকোচ জোসেপ গোম্বাউর ছেলেরা। বুধবার, ওডিশা এফসির টুইট পোস্ট ভারতীয় ফুটবল সার্কিটে সাড়া ফেলে দিয়েছে।

Advertisements

ওই টুইট পোস্টে ভিতরকণিকা অভয়ারণ্যে একটি কুমিরের ছবি পোস্ট করে ক্যাপসনে লেখা হয়েছে,”সরীসৃপ জগৎ’র একটি স্লিভার 🐊
ভারতে ভিতরকানিকার নোনা জলের বিপন্ন কুমিরের বৃহত্তম জনসংখ্যা রয়েছে এবং এটা বিশ্বব্যাপী অনন্য, ১০% প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য ৬ মিটার অতিক্রম করেছে।”এরই সঙ্গে ওই টুইট পোস্টে লেখা,”২০০৬ সালে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ভিতরকানিকা ন্যাশনাল পার্কের মধ্যে বসবাসকারী একটি ৭.১ মিটার দৈঘ্যের ২০০০ কেজির পুরুষ কুমির নোনা জলের সম্পদ ⚫”এই টুইট পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে।

Advertisements

ইস্টবেঙ্গল এফসিকে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিয়ে দিয়ে ভারতীয় ফুটবল সার্কিটে বড়সড় ধাক্কা বসিয়েছে কলিঙ্গ ওয়ারিয়ার্সরা।ওডিশার বিরুদ্ধে খেলার প্রথমার্ধে দু’গোলে এগিয়ে থাকার পরেও সেকেন্ড হাফে তিন মিনিটের মধ্যে লাল হলুদ শিবিরকে দু’গোল হজম করতে হয় এবং ৪-২ গোলে ইস্টবেঙ্গলের অপ্রত্যাশিত পরাজয় ভেতর থেকে লাল হলুদ শিবিরে দারুণ একটা ঝাঁকুনি দেয়। সমর্থকদের থেকে শুরু করে ক্লাবকর্তারাও ওডিশার বিরুদ্ধে টিমের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে নিজেদের হতাশা গোপন রাখতে পারেনি।

সমালোচনার মশালে ছারাখার হয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পেলেও ইস্টবেঙ্গল এফসি টিম নিয়ে কাটাছেড়া শুরু হয়ে গিয়েছে।জানুয়ারির ফিফা উইন্ডো কাজে লাগিয়ে দলের ভোল বদলের আসরে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট এবং ক্লাব কর্তারা। যাইহোক, ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হার নিঃসন্দেহে লাল হলুদ বিগ্রেডকে শিক্ষা দিয়েছে,টিম গঠন নিয়ে।এখন ISL পয়েন্ট টেবলে উন্নতির জন্য জানুয়ারির ফিফা উইন্ডো কতটা কার্যকরী হবে ইস্টবেঙ্গল এফসির জন্য তা নিয়েও আলোচনা চলছে।কারণ এই সময় ফ্রি প্লেয়ার পাওয়াটা বেশ কঠিন শীতকালীন ফিফা উইন্ডো সেশনে।