দশজনের ওডিশার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল পাঞ্জাব

কলিঙ্গের বুকে এবার হার বাঁচাল ওডিশা এফসি‌ (Odisha FC)। সূচি অনুসারে এদিন আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল সার্জিও লোবেরার ওডিশা দল। যেখানে তাঁদের লড়াই…

Odisha FC Vs Punjab FC

কলিঙ্গের বুকে এবার হার বাঁচাল ওডিশা এফসি‌ (Odisha FC)। সূচি অনুসারে এদিন আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল সার্জিও লোবেরার ওডিশা দল। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির (Punjab FC) সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে এই ম্যাচ শেষ করল উভয় দল। যালফলে ২০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। অপরদিকে পয়েন্ট বাড়িয়ে নিয়ে লিগ টেবিলের কিছুটা উপরে উঠে আসার সুযোগ থাকলেও সেটা সম্ভব হল না পাঞ্জাবের পক্ষে।

ওডিশার হোম ম্যাচ হলেও যেদিন প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে পাঞ্জাব দল। প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল আইএসএলের এই ফুটবল দলের কাছে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেই গোল। তবে সুযোগ বুঝে বেশ কয়েকবার উঠে আসে হুগো বুমোসরা। কিন্তু কাজের কাজ হয়নি। তারপর তৃতীয় কোয়ার্টারে ফের গোলের সুযোগ পায় পাঞ্জাব। কিন্তু ঠিকমতো ফিনিশ করতে পারেননি পুলগা ভিদাল। তারপর ৪৪ মিনিটের মাথায় ফিলিপ মিজলজ্যাককে ফাউল করে বসেন রাহুল কেপি।

   

Odisha FC Vs Punjab FC

সাথে সাথেই তাঁকে লাল কার্ড দেখিয়ে দেন ম্যাচ রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়েই ওডিশার উপর ঘনঘন আক্রমণ শানাতে শুরু করে প্রতিপক্ষ দল। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় রিকি সাবংয়ের অ্যাসিস্ট থেকে অনবদ্য গোল করে যান পেট্রোস গিয়াকৌমাকিস। যার কোনও জবাব ছিল না ওডিশার ডিফেন্ডারদের কাছে। সেই সুবাদে এবারের ইন্ডিয়ান সুপার লিগে নিজের প্রথম গোল করে ফেলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে পাঞ্জাব এফসি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ানোর লক্ষ্য থাকলেও সেটা কার্যকরী হয়নি।

অনায়াসেই গোল করে দলকে সমতায় ফেরান ইসাক ভানলালরুয়াতফেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে এমন গোল খাওয়ায় যথেষ্ট চাপে চলে আসে পাঞ্জাব দল। পরবর্তী আরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে। যালফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল উভয় দলকে।