কামব্যাক কাকে বলে দেখিয়ে দিল ওডিশা, থামল জামশেদপুরের জয় রথ

    ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরুটা খুব একটা ভালো ছিলনা ওডিশা এফসির (Odisha FC) কাছে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল সার্জিও লোবেরার…

short-samachar

   

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরুটা খুব একটা ভালো ছিলনা ওডিশা এফসির (Odisha FC) কাছে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। যা ব্যাপকভাবে হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু সেই হতাশা দূরে ঠেলে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সকলে। সেইমতো গত কয়েকদিন ধরেই এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালাচ্ছিলেন রয়কৃষ্ণারা। তারপর নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নেমেছিল ওডিশা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, বিস্তারিত ঘটনা জানুন 

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী জামশেদপুর এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সার্জিও লোবেরার ছেলেরা। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে দিয়াগো মাউরিসিও এবং মুর্তাজা ফল। অপরদিকে জামশেদপুর দলের ফুটবলারদের তরফে গোলের মুখ খোলা সম্ভব না হলেও ম্যাচের একেবারে শেষ লগ্নে আত্মঘাতী গোল করে বসেন সেই মুর্তাজা ফল। কিন্তু তারপরে ও আর ম্যাচে ফিরতে পারেনি জামশেদপুর।

এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল হুগো বুমোসদের। যারফলে ম্যাচের ২০ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে গোলে বল রাখতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও। তারপর থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করেন আশুতোষ মেহেতারা। কিন্তু সুযোগ বুঝে আক্রমণ শানাতে থাকে ওডিশা। তারপর ৪২ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল।

আরও পড়ুন: অবসরের পরই নতুন দায়িত্ব! কেকেআরে এলেন ধোনির প্রাক্তন সতীর্থ

প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকে বুমোসরা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের তেজ বাড়াতে থাকে জামশেদপুর। জর্ডান মারি বেশ কয়েকবার উপরে ওঠার চেষ্টা করলেও কাজের কাজ আদতে কিছুই হয়নি। ম্যাচের শেষ বেলায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান কমলে ও সমতায় ফেরা সম্ভব হয়নি। যারফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অনায়াসেই পয়েন্ট টেবিলের ১০ নম্বরে উঠে আসে আহমেদ জাহুরা।