ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) ২৫তম ম্যাচটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে প্রথমে ব্যাট নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দল। এটা ইংল্যান্ডের জন্য মরণ বাঁচন ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ইংরেজ দলকে আজ জিততেই হবে। শ্রীলংকার ক্ষেত্রেও একই ঘটনা। তাদের জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য রয়েছে। চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংল্যান্ড।
শ্রীলঙ্কার বোলাররা এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন। ডেভিড মালান ও জনি বেয়ারস্টোন প্রথম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন। এরপর ১১১ রানে ১০ উইকেটের পতন ঘটে। লাহিরু কুমারা ৩ টি উইকেট নেন এবং এই ম্যাচে এখনো পর্যন্ত তিনি সেরা বোলার। কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ২ টি করে সাফল্য পেয়েছেন। এছাড়া একটি উইকেট নেন মাহিশ তিশানা। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস করেন ৪৩ রান।
ENGLAND 156 All-OUT….!!!
This is the lowest score ever in Chinnaswamy stadium in ODI history. pic.twitter.com/sQjfLQpO6o
— Johns. (@CricCrazyJohns) October 26, 2023
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২২৬ রানের লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড দল। এমন পরিস্থিতিতে আবারও ইংলিশ দল যেভাবে আজকের ম্যাচে অলআউট হয়ে গেল, তাতে আরেকটি বিস্ময়কর ফলাফল দেখা দিতে শুরু চলেছে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড যদি আজ হেরে যায়, তাহলে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যাবে। এছাড়াও বিশ্বকাপের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়া শ্রীলংকা দলে নতুন করে আশার আলো সঞ্চারিত হবে।
এর আগে চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। শ্রীলংকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এটি দুই দলের পঞ্চম ম্যাচ। আজ যারাই হারুক না কেন, তার সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে যাবে। কারণ সেমিফাইনালের জন্য অন্তত ৬ টি ম্যাচ জিততে হতে পারে দলকে। আজ কোনো দল হারলে বাকি সব ম্যাচ জিতেও সেই দল ৬টিতে পৌঁছাতে পারবে না।