প্রাক্তন তারকাকে ফের দলে নিল আইএসএল চ্যাম্পিয়ন Hyderabad FC

ক্লাবের প্রাক্তন সেন্টারব‍্যাক Odei Onaindia-কে দলে ফেরালো হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। এদিন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে।  এর আগে ২০২০-২১ মরসুমে হায়দ্রাবাদের…

Odei Onaindia joins Hyderabad fc

ক্লাবের প্রাক্তন সেন্টারব‍্যাক Odei Onaindia-কে দলে ফেরালো হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। এদিন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে। 

এর আগে ২০২০-২১ মরসুমে হায়দ্রাবাদের জার্সি গায়ে খেলতে দেখা গেছিলো Onaindia’কে। সেই বার মানোলর দল প্লে অফে না গেলেও নজরকাড়া ফুটবল খেলেছিলেন।

সংশ্লিষ্ট মরসুমে ২০ টা ম‍্যাচে ৭৭০ টা পাস খেলেছিলেন।আইএসএলে খেলতে আসার আগে স্পেনের লিগে দ্বিতীয় ডিভিশনে খেলেছিলেন এই ফুটবলার।

Advertisements

গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি এবছর তারুণ্য নির্ভর দল গড়ার দিকে জোর দিচ্ছে।পাশাপাশি বিদেশি এবং দেশি ফুটবলার বাছাই করার ক্ষেত্রে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা’ও করছে।অতি সম্প্রতি আলেক্স সাজি এবং মনোজ মহম্মদ’কে দলে নিয়েছিলো নিজামের শহরের দল।