Sunday, December 7, 2025
HomeSports NewsNuriddin Davronov: কলকাতায় পা রাখল মহামেডানের প্রথম বিদেশী ফুটবলার

Nuriddin Davronov: কলকাতায় পা রাখল মহামেডানের প্রথম বিদেশী ফুটবলার

- Advertisement -

বাকি দুই প্রধানের আগে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে মহামেডান। জোর কদমে প্রস্তুতি সারছে সাদা-কালো বাহিনী । আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের জন্য ভারতীয় ফুটবলাররা সকলেই মহামেডানের অনুশীলনে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। আজকে অর্থাৎ ২০ জুলাই রাত দশটায় তাদের প্রথম বিদেশী হিসেবে Nuriddin Davronov কলকাতায় পদর্পণ করলেন ।

নুরুদ্দিন তাজাকিস্তান জাতীয় দলের মাঝমাঠের ফুটবলার এই মাসে শুরুতে তাকে দলে নিয়ে চমক দিয়েছিল সাদাকালো ব্রিগেড । এই মরশুমের অন্যতম ভরসা হতে চলেছেন নুরুদিন । তাজাকিস্তানের জাতীয় দলের ফুটবলার জাতীয় দলের হয়ে 50 টি ম্যাচে আটটি গোলের নজির রয়েছে । গত মরশুমে ইন্দোনেশিয়া লীগে ৩৩ টি ম্যাচে ১২টি গোল তিনি করেছেন ।

   

সমর্থকরা অর্থাৎ সাদাকালো ব্ল্যাক প্যান্থারসরা তার স্বাগত করতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন । তারই সঙ্গে মোহামেডানের সচিব ড্যানিশ , বেলাল খান , টিম ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাস ও উপস্থিত ছিলেন । তাজাকিস্তান থেকে দিল্লি তারপর কলকাতায় আসলেন এই বিদেশি । এবার দেখার বিষয় মাঝমাঠের প্রথম বিদেশী কতটা কার্যকরী হয় আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে মোহামেডানের হয়ে ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular