নয়া আইএসএল মরসুমে বড়সড় চমক দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ময়দানের এই প্রধান। সেই অনুযায়ী এবার সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে নুনো রেইসকে (Nuno Reis)। পূর্বে জেমি ম্যাকলারেন ক্লাব মেলবোর্ন সিটির হয়ে খেলেছিলেন এই পর্তুগিজ ডিফেন্ডার। টানা তিনবার অজি লিগ জেতার পাশাপাশি গত ২০২১ সালে এ-লিগ চ্যাম্পিয়নশিপ জেতার ও রেকর্ড রয়েছে এই ফুটবলারের।
সবদিক মাথায় রেখেই অজি গোলমেশিনের এই সতীর্থের উপরেই এবার ভরসা রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁর যোগদানের কথা শোনা গেলেও তা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এই ফুটবলারকে দলে টেনে চমক দিয়েছে মেরিনার্সরা। যা চমকে দিয়েছে সকলকে। কিন্তু মাস কয়েক আগেই নিজেদের সকল বিদেশি ফুটবলারদের নাম চূড়ান্ত করেছিল গতবারের শিল্ড জয়ীরা। যারফলে এই ফুটবলারের আগমন যথেষ্ট চমকে দিয়েছে সকলকে।
মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ” আমার কাছে অনেক গুলো দেশের ক্লাবে খেলার প্রস্তাব ছিল। বিশেষ করে ভারতের বেশকিছু ফুটবল ক্লাবে খেলার ও অফার ছিল। তার মধ্যে কলকাতার একটি ক্লাবের তরফ থেকে ও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দলে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ছিল তাঁদের ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্য। তাছাড়া ক্লাবের ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমায় যথেষ্ট মুগ্ধ করেছিল। সেজন্য এই দলে আসা।”
রেইসের এই মন্তব্য রীতিমতো মন জয় করেছে বাগান সমর্থকদের। জানা গিয়েছে, আগত এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে দলে টেনেছে সবুজ-মেরুন ব্রিগেড।