Mohun Bagan: হেক্টর ইয়ুস্তে না থাকলেও তাঁর রেকর্ড কথা বলছে

২০২৩-২৪ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সাফল্যের অন্যতম কারিগর ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে (Hector Yuste)। বাগানের ব্যাক লাইনের স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। নতুন মরসুমের আগে…

Mohun Bagan's Hector Yuste

২০২৩-২৪ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সাফল্যের অন্যতম কারিগর ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে (Hector Yuste)। বাগানের ব্যাক লাইনের স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। নতুন মরসুমের আগে তাঁকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বয়স ফ্যাক্টর। হেক্টরের বয়স বেশি হলেও অভিজ্ঞতা ও স্কিলের জোরে নিজেকে চেনাতে বেশি সময় নেননি। পরের মরসুমে সবুজ মেরুন স্কোয়াডে তিনি না থাকলেও, হেক্টরের পারফরম্যান্স এখনও চর্চার বিষয়।

Copa America 2024: চূড়ান্ত হল আর্জন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ

   

নতুন মরসুম শুরু হওয়ার আগে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া চলছে। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে পরিসংখ্যান সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন। সম্প্রতি সেখানে তুলে ধরা হয়েছে সবথেকে বেশি ‘ডুয়েল’ জেতা ফুটবলারদের নাম। ২০২৩-২৪ মরসুমে নজর কেড়েছিলেন একাধিক ফুটবলার। নামকরা বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলররাও নজর কেড়েছেন। মরসুম জুড়ে সর্বাধিক ডুয়েল সফলভাবে জিতেছেন এমন কয়েকজন ফুটবলারদের নাম তুলে ধরা হয়েছে। তালিকায় রয়েছেন হেক্টর ইয়ুস্তে।

উক্ত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের এই অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার লিগ শিল্ড জয় করার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকাপি পালন করেছিলেন। সবুজ মেরুন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ক্রমে নিয়মিত হয়ে উঠেছিল হেক্টর। বাগান রক্ষণের নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছিলেন তিনি।

France vs Portugal: পেপের চোখে জল, জড়িয়ে ধরলেন রোনালদো

পরিসংখ্যান অনুযায়ী, হেক্টর ইয়ুস্তে ২৪ টি ম্যাচে ২০৭২ মিনিট মাঠে ছিলেন। যার মধ্যে আটটি ক্লিন শিট বজায় রাখার ক্ষেত্রে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৪৯ টি ডুয়েলে যুক্ত করেছিলেন নিজেকে। ৫৮ টি এরিয়াল ডুয়েল সহ সহ ৬৭.৭৯% সাফল্যের হারের সঙ্গে মোট ১০১ টি ডুয়েল জিতেছিলেন। এছাড়াও ১২০ টি রিকভারি, ১৭টি ব্লক এবং ৯১৭টি সফল পাস সম্পন্ন করেছেন হেক্টর ইয়ুস্তে।