এবার ৫ টি বদল এল ইস্টবেঙ্গল একাদশে, কারা খেলছেন আজকে?

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। এই ম্যাচটি আগে হওয়ার কথা থাকলেও সেইসময় পঞ্চায়েত নির্বাচন…

Calcutta League,East Bengal,match ,Rainbow,

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। এই ম্যাচটি আগে হওয়ার কথা থাকলেও সেইসময় পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিবিধ সমস্যা দেখা দেওয়ায় বদলে ফেলা হয় ম্যাচের সময়। তবে রেনবো ম্যাচের থেকে শিক্ষা নিয়ে বড়সড় বদল করা হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশে। দলে বাইরে রাখা হয়েছে জুনিয়র থেকে সিনিয়র দলে প্রোমোট হওয়া তিন ফুটবলার সহ আরো দুই প্রতিভাবানকে।

যারফলে, গোলরক্ষক আদিত্য পাত্র থেকে শুরু করে ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন, তুহিন দাস সহ মাঠের বাইরে রয়েছেন তন্ময় ও সঞ্জীব। এদের বিকল্প হিসেবে বেশকিছু ফুটবলার কে এবার নামানো হয়েছে বিনো জর্জের নির্দেশে। এক নজরে দেখা যাক আজকের একাদশ। আজ গোলরক্ষক হিসেবে রয়েছেন মহম্মদ নিশাদ। এছাড়াও রয়েছেন পুরোনো তারকা সার্থক গোলুই, নিরঞ্জন মন্ডলের মতো ফুটবলাররা। এছাড়াও অন্যান্য ফুটবলারদের মধ্যে রয়েছেন বুনান্দা সিং, লিজো, দীপ সাহা, আমন, নসীব, কুশ ছেত্রী ও মহম্মদ নিয়াস।

Advertisements

আজ ওই পুরোনো দলের ৫ ফুটবলারদের বদলে দলে এসেছেন নিশাদ, বুনন্দ, নিরঞ্জন, দীপ ও আমন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম থেকেই মাঠে ছিলেন তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণন ও আদিত্য পাত্র। তবে ম্যাচের প্রথম ২১ মিনিটের মাথাতেই দেখা দেয় বিপত্তি। সতীর্থ ফুটবলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোট পান লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র। যারফলে, তৎক্ষণাত অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় এই তারকা কে। অন্যদিকে ম্যাচের শেষে বুকের ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন সিনিয়র দলে প্রমোট হওয়া আরেক ফুটবলার অতুল উন্নিকৃষ্ণন। এমনকি তুহিন দাসের ও চোট লাগে বেশ ভালো রকমের। যারফলে, পরেরদিন আর দলের অনুশীলনে আসেননি আদিত্য আর অতুল। তুহিন মাঠে আসলেও দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেননি। তাই কোচের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা লিগের বাইরে রাখা হয় এই ফুটবলারদের।