Mohun Bagan: ১৫ নভেম্বরের রঙ সবুজ-মেরুন

প্রতি বছর ১৫ নভেম্বর এই দিনটি মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) কাছে এক ঐতিহাসিক দিন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের এই তারিখে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন…

Mohun Bagan

প্রতি বছর ১৫ নভেম্বর এই দিনটি মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) কাছে এক ঐতিহাসিক দিন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের এই তারিখে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন শিবির। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান সেলিমের গোলে।এই নিয়ে মোহনবাগান দ্বিতীয়বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়।

Advertisements

১৯৫৩ সালে আজকের দিনে মোহনবাগান ক্লাব প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়।প্রতিপক্ষ ন্যাশনাল ডিফেন্স আকাদেমিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মেরিনার্সরা।ডুরান্ড ফাইনালে বাগানের হয়ে গোল করেন বদ্রু(সমর) ব্যানার্জী এবং রামন।

   

দু’বছর পর মোহনবাগান রোভার্স কাপ চ্যাম্পিয়ন হয়।১৯৫৫ সালে আজকের তারিখে ফাইনালে মহামেডান স্পোটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের জন্য রোভার্স চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ফাইনালে গোল করেন বদ্রু(সমর) ব্যানার্জী এবং দলজিৎ সিং।