কলকাতা: বিষ খাইয়ে মারতে চাওয়া হয়েছিল তাঁকে৷ বিস্ফোরক দাবি টেনিস তারকা নোভাক জোকোভিচের৷ (Novak Djokovic claims he was poisoned)
করোনা পর্বের ঘটনা Novak Djokovic claims he was poisoned
২০২২ সালের ঘটনা৷ তখন বিশ্বজুড়ে করোনা অতিমারি দাপট৷ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সে দেশে গিয়েছিলেন জোকোভিচ৷ কিন্তু, কোভিডের টিকা না নেওয়ায় তাঁকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি৷ একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়৷ সেই সময়ই তাঁকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন টেনিস তারকা।
রবিবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন Novak Djokovic claims he was poisoned
প্রসঙ্গত, আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। কোর্টে নামবেন জোকোভিচ৷ এবার আর তাঁর খেলায় কোনও বাধা নেই। কিন্তু তিন বছর আগের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন৷ অস্ট্রেলিয়া থেকে রীতিমতো বার করে দেওয়া হয়েছিল জোকোভিচকে৷ রাখা হয়েছিল মেলবোর্নের একটি হোটেলে৷ সেই সময় তাঁর সঙ্গে ঠিক কী কী ঘটেছিল, তা সকলের সঙ্গে শেয়ার করে নিলেন এই নোভাক৷
তিনি জানান, ভিসা বাতিলের পর তাঁকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হয়। আইনি প্রক্রিয়া চলার সময় মেলবোর্নের একটি হোটেলে থাকতে দেওয়া হয়। সেই হোটেলেই তাঁকে বিষ দেওয়া হয়েছিল বলে দাবি ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সার্বিয়ান এই টেনিস তারকার।
তিনি বলেন, “আমার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল সেই সময়৷ এটা আমি বুঝতে পারি৷ মেলবোর্নে যে হোটেলে আমাকে রাখা হয়েছিল, সেখানে আমার খাবারে বিষ মেশানো হয়েছিল। সেই কারণেই আমার শরীর খারাপ হয়েছিল।” জোকোভিচ জানিয়েছেন, সেই সময় তাঁর প্রচণ্ড জ্বর, ও ফ্লু দেখা দিয়েছিল৷ সার্বিয়ায় ফিরে আসার পর টক্সিকোলজি টেস্টে তাঁর শরীরে সীসা, পারদ-সহ ভারী ধাতু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। কোভিডের টিকা না নেওয়ায় সেই বার অস্ট্রেলিয়া ওপেন খেলতে দেয়নি সে সেদেশের সরকার৷ ২০২২ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাঁকে৷
যদিও পরের বছর আর কোনও সমস্যা হয়নি৷ অস্ট্রেলিয়া ঢোকার ক্ষেত্রেও আর কোনও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়নি। জোকোভিচ অস্ট্রেলিয়া যান৷ অস্ট্রেলিয়া ওপেন খেলেন এবং ১০তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন।