Durand Cup: শুধু অংশগ্রহণের জন্য ডুরান্ডে নামছি না, হুংকার এফসি গোয়ার কোচ কারডোজোর

FC Goa coach Cardozo

ফের ডুরান্ড কাপ (Durand Cup) জয়টাই লক্ষ‍্য গতবারের চ‍্যাম্পিয়ান এফসি গোয়া’র।লক্ষ‍্য স্পষ্ট করে দিলেন এফসি গোয়ার কোচ ডেগি কারদোজো।দলের কোচ হওয়ার আগে তিনি গোয়ার যুব দলের দায়িত্ব সামলেছিলেন তিনি,ডুরান্ড কাপেও এক’ই ভূমিকা পালন করবে।

ডুরান্ডের আগে সাংবাদিক সম্মেলনে এসে গোয়া কোচ স্পষ্ট করেছেন তিনি দলে যুব সম্প্রদায়ের ফুটবলারের মধ্যে জেতার মানসিকতা তৈরী করতে চেয়েছেন।

   

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো’র মধ্যে এফসি গোয়া অবশ্য সিনিয়র স্কোয়াড নিয়ে খেলতে আসছেনা।তবুও এফসি গোয়া লক্ষ‍্যে রাখছেন ট্রফি জয়কে। ” প্রতিটা দল চায় কোনও টুর্নামেন্টে জিততে।আমারও এক’ই মানসিকতা বজায় রাখছি এক্ষেত্রে।ফুটবলার’দের মধ্যে সেই মানসিকতা সঞ্চার করতে চাই।আমার টুর্নামেন্টে পারফরম্যান্স দিতে চাই, শুধুমাত্র অংশগ্রহণ করাটাই আমাদের লক্ষ‍্য ছিলো না।জয়ের মধ্যে দিয়ে দলের সার্বিক উন্নয়ন টাই বর্তমানে লক্ষ‍্য আমাদের।”

গতবারের ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ান এফসি গোয়া।তাই ডিফেন্ডিং চ‍্যাম্পিয়ান হিসেবে খেলতে নামলে স্বাভাবিক ভাবেই কারডোজোর উপর চাপ থাকবেই। যদিও সেই চাপ অনুভব করছেন না গোয়ার কোচ।জানিয়েছেন এ্যাটলেটিকো দে কলকাতায় খেলার সময় ডুরান্ডের ভার কি সেটা তার কাছে স্পষ্ট হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন