আইভরি কোস্টের আন্তর্জাতিক ফুটবলার Yannick Boli ‘কে একবছরের চুক্তিতে দলে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড, এমনটাই জানা গেছে সূত্রের মারফত। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হয়েছে।
মেসির বর্তমান ক্লাব পিএসজি’তে কেরিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার। ২০০৭-০৮ মরশুমে সিনিয়র দলে সুযোগ হয় তার।এরপর ইউরোপের একাধিক ক্লাবে খেলেছিলেন এই ফুটবলার।
ফরাসি লিগের প্রথম ডিভিশনে ১৩ টা ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।যদিও একটি গোল করতে পারেননি তিনি।পরবর্তী সময়ে চাইনিজ লিগে খেলতে গেলেও,চোটের জন্যে একটিও ম্যাচে মাঠে নামা হয়নি তার।
এরপর যান মেজর লিগ সকারে খেলতে, সেখানে কলোরাডো’র হয়ে খেলতে, ১৭ টা ম্যাচ খেলে করেন ২ টি গোল।পরে পোর্ট এফসি’তে সেখানে ১৬ ম্যাচে ৪ গোল করেন তিনি।
রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের ক্লাব আনঝি’র হয়ে দুর্দান্ত খেলেছিলেন, পেয়েছিলেন সোনার বুট।আইভরি কোস্টের জাতীয় দলের হয়েও একটি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।