২৬ সেপ্টেম্বর অ্য়াওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) ০-১ গোলে জয়ের পেয়েছিল মহামেডান এসসি (Mohammedan SC)। এরপর পয়েন্ট টেবিলের একাধিক পরিবর্তন হয়ে গিয়েছে। লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা ঝেড়ে ফেলেছে কলকাতা ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ।
ওডিশা এফসির বিপক্ষে অশনি সংকেত? কেন এই মন্তব্য মানোলো মার্কুয়েজের
অন্যদিকে আইএসএলের (ISL) চলতি মরসুমে নব নিযুক্ত দল মহামেডান এসসি (Mohammedan SC) টানা দশ ম্যাচে জয়ের স্বাদ পায়নি। এরই মধ্যে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্য়াথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) বিপক্ষে খেলতে নামবে লিগ টেবিলের (League Table) লাস্ট বয় মহামেডান এসসি। এই ম্যাচের আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) বাছাই করা প্রথম একাদশে নেই ফ্রাঙ্কা, গৌরব ভোরা, সাজাদ সহ আরও কয়েকজন ফুটবলার (Footballer)।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই সুযোগ মহামেডানের সামনে