ডুরান্ডে লাগল বিহুর রঙ, প্রথমবার উত্তর-পূর্বে গেল বিশ্বের প্রাচীনতম ট্রফি

এক দশকেই কুলীন! মাত্র দশ বছর বয়সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) ক্লাব বিশ্বের প্রাচীনতম ফুটবল ট্রফি ডুরান্ড কাপের (Durand Cup) শিরোপাধারী। গঙ্গা…

NorthEast United FC

এক দশকেই কুলীন! মাত্র দশ বছর বয়সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) ক্লাব বিশ্বের প্রাচীনতম ফুটবল ট্রফি ডুরান্ড কাপের (Durand Cup) শিরোপাধারী। গঙ্গা তীরে হতাশা। ব্রহ্মপুত্র তীরে উচ্ছাস।

গুয়াহাটির ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রথমবার ডুরান্ড জয়ী। তাদের কাছে পরাজিত বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল দল মোহনবাগান। ফুটবলের যুদ্ধে অনেক চমকদার নজিরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই মাঠে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ফাইনালে আরও একটি নজির-প্রথমবার ডুরান্ড গেল উত্তর পূর্বাঞ্চলে। ৩১ আগস্ট শনিবার, যুবভারতীতে এই ইতিহাস তৈরি হল।

   

এশিয়ান ফুটবল ফেডারেশনের পরিসংখ্যান অনুসারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ৩৬০-এর ঘরে। অসমের এই ফুটবল ক্লাবের ডুরান্ড জয়ের সংবাদে গুয়াহাটিতে উচ্ছাস। মোহনবাগানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে নর্থইস্ট ক্লাব।

ডুরান্ডের ইতিহাসে দেখা যাচ্ছে, ১৮৮৮ সাল থেকে টুর্নামেন্ট শুরু হয়। পরাধীন সময় কিংবা স্বাধীনতার পর ডুরান্ড ট্রফি ‘ফুটবলের মক্কা’ কলকাতার তিন দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান একাধিকবার জয়ী হয়েছে। এছাড়া, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরল, গোয়া, অন্ধ্রপ্রদেশের পেশাদারি ক্লাব ছুঁয়ে এসেছে এই ট্রফি। কখনও ডুরান্ড গেছে বিএসএফের ঘরে, কখনও জয়ী হায়দরাবাদ পুলিশের মত অপেশাদারি দল। এবার উত্তর পূর্বাঞ্চলে গেল ডুরান্ড। দেশের সব ভৌগোলিক প্রান্তে ঢুকল ডুরান্ড কাপ জয়ের ঝলক। ১৮৮৮ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালে এসে এই অসম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হল।