ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে এবারের ফুটবল সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই দেশের প্রথম ডিভিশন লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল পাহাড়ের এই ফুটবল দল। প্রথমেই তাঁরা পরাজিত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের।
স্বাভাবিকভাবেই পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে এই দল। যারফলে টুর্নামেন্টের প্রথম ছয়ের লড়াইয়ে থাকতে খুব একটা অসুবিধা হয়নি এই ফুটবল দলের। কিন্তু চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল দেশের এই প্রথম ডিভিশনের লিগ থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।
বিদায় নিতে হয়েছিল এই কাপ টুর্নামেন্ট থেকে। যারফলে গোটা মরসুম শেষে শুধুমাত্র ডুরান্ড কাপ জয় করেই সন্তুষ্ট থাকতে হয়েছে জন আব্রাহামের ফুটবল দলকে। তবে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনের শুরু থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নর্থইস্ট ইউনাইটেড। সেইমত বেশকিছু বদল দেখা যেতে চলেছে দলের মধ্যে। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে হামজা রেগ্রাগুইয়ের নাম। এবারের এই ফুটবল সিজনে দলের হয়ে প্রায় এগারোটি ম্যাচ খেলেছিলেন এই মরোক্কান ডিফেন্ডার। যার মধ্যে একটি অ্যাসিস্ট ও ছিল বছর সাতাশের এই সেন্টার ব্যাক।
হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের এই মাসের শেষ পর্যন্ত আইএসএলের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে এই তারকার। যারফলে আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে সেই চুক্তি। তবে এখনও পর্যন্ত তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। যারফলে মনে করা হচ্ছে আগামী সিজনে আর হয়তো তাঁকে দলে রাখতে রাজি নয় পেদ্রো বেনালির ফুটবল ক্লাব।