নয়া সিজনের জন্য অনেক আগে থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। দেশীয় খেলোয়াড়দে পাশাপাশি বিদেশি নির্বাচনে ও এক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখা গিয়েছিল ম্যানেজমেন্টের তরফে। গতবারের ফুটবল দলের বেশকিছু তারকাকে দলে রাখার পাশাপাশি এবার যে আরও বেশকিছু হাইপ্রোফাইল তারকাকে দলে যুক্ত করা হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের নাম। কিছুদিন আগেই তাঁদের যোগদানের কথা ঘোষণা করেছে পাহাড়ের এই দল।
কিন্তু সেখানেই শেষ নয়। আগামী কয়েকদিনে আরও বেশকিছু খেলোয়াড়দের যোগদানের কথা জানিয়ে দিতে পারে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে গোলরক্ষক সত্যজিৎ বোরদোলাইয়ের (Satyajit Bordoloi) নাম। পূর্বে আইলিগের ফুটবল দল এসসি বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় গোলরক্ষক। সেবার দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন প্রায় ৪টি ম্যাচে। তবে চলতি বছরের গত মে মাসেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবলারের। শোনা যাচ্ছে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে এবার তাঁকে নিতে আগ্ৰহী জন আব্রাহামের নর্থইস্ট।
কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সমস্ত বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের। গত সিজনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছিল আইএসএলের এই ফুটবল দল। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল চ্যাম্পিয়নশিপের রাউন্ডে।
পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ও দেখা গিয়েছিল প্রায় একই পরিস্থিতি। সেই সব ভুলে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ফুটবলারদের।