HomeSports Newsএই বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী আইএসএলের এই ক্লাব

এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী আইএসএলের এই ক্লাব

- Advertisement -

বর্তমানে অন্তিম পর্যায়ে এসে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামী ১২ ই এপ্রিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট।‌ যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসি। যেদিকে নজর রয়েছে, গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের। তার ঠিক কিছুদিন পরেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। সেজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অধিকাংশ ক্লাবগুলি। এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পেয়ে সিজন শেষ করাই অন্যতম লক্ষ্য দল গুলির। সেইসাথে এখন থেকেই নতুন সিজনের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব।

Also Read |

   

দেশীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে একাধিক বিদেশি ফুটবলারদের সঙ্গে ও কথা বলা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করে দিয়েছে আবদেলমুনাইম বুতুইলের (Abdelmounaim Boutouil) নাম। মরক্কোর প্রথম টায়ারের ফুটবল ক্লাব ওয়াইদাদ কাসাব্লাংকার সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা ডিফেন্ডার। দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় আটটি ম্যাচ। হিসাব অনুযায়ী আগামী বছরের জুন মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও তাঁকে ট্রান্সফার ফি দিয়ে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে নর্থইস্ট ইউনাইটেড। সেইমতো প্রাথমিক স্তরের কথাবার্তা ও নাকি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Also Read |

শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে আসেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বলাবাহুল্য, চলতি এই সিজনে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন মরোক্কান তারকা আলাদিন আজারাই। তৈরি করেছেন নতুন রেকর্ড। আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে আলাদিনের নাম। তাই এই নয়া ডিফেন্ডারের আগমন ঘটলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের কাছে। এছাড়াও তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের রক্ষণভাগকে।

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এই ফুটবল মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। সল্টলেকের বুকে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। আইএসএলে এবার চূড়ান্ত সাফল্য না আসলেও ভুল ত্রুটি শুধরে আগামী সিজনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে সকলের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular