Monday, December 8, 2025
HomeSports Newsডায়মন্ড হারবারকে উড়িয়ে টানা দুইবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড

ডায়মন্ড হারবারকে উড়িয়ে টানা দুইবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড

- Advertisement -

মাস খানেকের লড়াইয়ের অবসান। ফের ডুরান্ড কাপ (Durand Cup 2025) চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC )। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নেমেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৬-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল পাহাড়ের এই ফুটবল দল। এদিন নর্থইস্টের হয়ে গোল পেলেন যথাক্রমে আশির আখতার, পার্থিব গগৈ, থৈ সিং, জাইরো সাম্পেরিও, অ্যান্ডি রদ্রিগেজ এবং আলাদিন আজারাই। অন্যদিকে, ডায়মন্ড হারবারের হয়ে ব্যবধান কমিয়ে ছিল লুকা মাজসেন‌। তবে কাজের কাজ কিছুই হয়নি।ডায়মন্ড হারবারকে উড়িয়ে টানা দুইবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড

মাস খানেকের লড়াইয়ের অবসান। ফের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নেমেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৬-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল পাহাড়ের এই ফুটবল দল। এদিন নর্থইস্টের হয়ে গোল পেলেন যথাক্রমে আশির আখতার, পার্থিব গগৈ, থৈ সিং, জাইরো সাম্পেরিও, অ্যান্ডি রদ্রিগেজ এবং আলাদিন আজারাই। অন্যদিকে, ডায়মন্ড হারবারের হয়ে ব্যবধান কমিয়ে ছিল লুকা মাজসেন‌। তবে কাজের কাজ কিছুই হয়নি।

   

যারফলে ব্যাক টু ব্যাক দুইবার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জয় করে ফেলল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের এই দল। বলাবাহুল্য, ম্যাচের শুরু থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। কলকাতা ময়দানের দুই প্রধান ছিটকে গেলেও এদিন গ্যালারি ভরিয়ে উপস্থিত ছিলেন কয়েক হাজার ফুটবলপ্রেমী। মূলত আলাদিন আজারাই এবং লুকা মাজসেনের দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল সকলে। কিন্তু প্রথম থেকেই যথেষ্ট ব্যাকফুটে ছিল ডায়মন্ড হারবার।‌ ৪ মিনিটের মাথায় আলাদিন আজারাইয়ের দুরপাল্লার শট আটকে দিয়েছিলেনপ্রতিপক্ষের গোলরক্ষক মিরশাদ মিচু। তারপর ফিরতি বলে পার্থিব গগৈ শটও নিলেও সেটি আটকে দিয়েছিলেন ঠান্ডা মাথায়।

তবে সুযোগ বুঝেই আক্রমণের তেজ বাড়ানোর চেষ্টা করতে থাকে কিবু ভিকুনার ছেলেরা। কিন্তু কাজে আসেনি জবি জাস্টিনদের গোল পাওয়ার প্রচেষ্টা। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোলের দেখা পায় নর্থইস্ট। কর্নার থেকে বল পেয়ে আলাদিন আজারাই বক্সে ডান দিকে পাস বাড়ান। সেই বল ধরে শট নেন আশির আখতার। অনায়াসেই দল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। তারপর যদিও সমতায় ফেরার সুযোগ চলে এসেছিল ডায়মন্ড হারবারের কাছে। রবিলাল মান্ডির ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন বিদেশি ডিফেন্ডার মিকেল কোর্তাজা। কিন্তু সেটি গোলে রাখতে পারেননি। বরং প্রথমার্ধের শেষ লগ্নে প্রার্থিব গোলে আরও এগিয়ে যায় জন আব্রাহামের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে মরিয়া ছিল আইলিগের এই নয়া দল। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই দলের হয়ে তৃতীয় গোল করে যান থৈ সিং। বলতে গেলে ম্যাচ প্রায় একতরফা হয়ে গিয়েছিল তখন। কিন্তু ৬৮ মিনিটে স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেনের গোল যেন ম্যাচের মধ্যে কিছুটা নিয়ে আসে ডায়মন্ড হারবারকে। ক্রস থেকে সুযোগ বুঝেই শট নেন ডায়মন্ড হারবার ফুটবলার। তবে ঠিকমতো বুঝে উঠতে পারেননি নর্থইস্টের গোলরক্ষক গুরমিত সিং। শেষ পর্যন্ত প্রথম পোষ্টের কোনা থেকে বল চলে যায় গোলের মধ্যে। এই গোলের পর থেকেই পুনরায় আক্রমণাত্মক হওয়ায় চেষ্টা করছিল গিরিখ খোসলারা। তবে একটা গোল হজম করার পর আরও যেন ভয়ঙ্কর হয়ে ওঠে নর্থইস্ট ইউনাইটেড। ৮১ মিনিটের মাথায় আক্রমণে ওঠে বেনালির ছেলেরা।

সেই সময় আচমকাই বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েছিলেন জাইরো। তাঁর দূরপাল্লার শট সোজা চলে যায় গোলের মধ্যে। যা কার্যত দাঁড়িয়ে দেখতে থাকেন মিরশাদ। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মিনিট পাঁচেকের মধ্যে ফের গোল পায় নর্থইস্ট। এবার যথেষ্ট দক্ষতার সাথে ডায়মন্ড হারবারের রক্ষণভাগে হানা দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার সহ গোলরক্ষককে পরাজিত করে একেবারে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দিয়ে যান অ্যান্ডি রদ্রিগেজ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। শেষ লগ্নে ও আক্রমণে উঠে আসতে থাকে গতবারের ডুরান্ড জয়ীরা। তারপর পেনাল্টি আদায় করে সেই ফুটবল দল। সেখান থেকেই এবারের এই টুর্নামেন্টের অন্তিম গোল করে যান মরোক্কান তারকা আলাদিন আজারাই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular