NorthEast United FC: এই ভারতীয় উইঙ্গারকে নিশ্চিত করল বেনালির ক্লাব

Monirul Molla

শেষ মরশুম খুব একটা সুখকর থাকেনি। তবে স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির তত্ত্বাবধানে নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। তাই অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল এই ফুটবল ক্লাব। সেজন্য আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল তাদের।

Advertisements

গত বছর আইএসএলের দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে টম জুরিখের পাশাপাশি আরও একাধিক দাপুটে ফুটবলারদের দলে এনে লড়াই করলেও প্লে-অফ নিশ্চিত করা সম্ভব হয়নি।যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। কিন্তু তবুও নিজেদের স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেই নতুন করে লড়াই শুরু করতে চায় জন আব্রাহামের দল।

বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ব্রিগেডকে ও এবার শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। এবার তাদের নজর গিয়ে পড়েছে বেঙ্গালুরু এফসির দিকে। তাদের দল থেকে এবার মনিরুল মোল্লাকে ছিনিয়ে নিতে চাইছে নর্থইস্ট ইউনাইটেড। হিসেব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই তরুণ উইঙ্গার।

Advertisements

গত আইএসএলে বেশকিছু ম্যাচ ও‌ খেলেছেন এই ফুটবলার। কিন্তু এবার নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করে তুলতে বর্তমানে তাকেই চূড়ান্ত করার পথে জন আব্রাহামের দল। যতদূর জানা গিয়েছে, বর্তমানে তার সাথে অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে নর্থইস্ট।

এবার সরকারি ঘোষণার অপেক্ষা। এর আগে রবীন যাদবের সঙ্গে ও কথাবার্তা শুরু করেছিল এই ফুটবল ক্লাব। অনেক আগেই তাকে চূড়ান্ত করে ফেলেছে দল। এবার মনিরুলকে নিতে চাইছে আইএসএলের এই ফুটবল ক্লাব। তাছাড়া বিদেশি ফুটবলারদের মধ্যে জনি কাউকোর সঙ্গে ও কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ম্যানেজমেন্ট।