এবারের ইন্ডিয়ান সুপার লিগেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। প্রথমদিকে কিছুটা লড়াকু দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে পড়ে এই ফুটবল ক্লাব। যার দরুন টুর্নামেন্টের প্রথম লেগের শেষে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হয়েছিল তাদের।
কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে টম জুরিখের মতো দাপুটে ফুটবলারদের দলে নেয় হুয়ান পেদ্রো বেনোলীকের এই ফুটবল ক্লাব। টানা চার ম্যাচ হারের জ্বালা ভুলে আবারো ও জয়ের সরনীতে ফিরে আসে এই ফুটবল ক্লাব। সেখান থেকেই পরবর্তীতে প্লে-অফের লড়াইয়ে উঠে আসে এই ফুটবল ক্লাব। যদিও শেষ রক্ষা হয়নি। সকলকে পিছনে ফেলে প্রথম ছয়ে উঠে আসে চেন্নাইন এফসি।
তবে নতুন মরশুমে নিজেদেরকে শক্তিশালী করাই একমাত্র লক্ষ্য নর্থইস্ট ইউনাইটেডের। সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। প্রথমেই তাদের নজর গিয়ে পড়ে কেরালা ব্লাস্টার্স দলের তরুণ ডিফেন্ডার নওচা সিংয়ের দিকে। এই মরশুমে ইভান ভুকোমানোভিচের কেরালা দলের হয়ে বেশ নজর কেড়েছেন তিনি। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
তাই নতুন মরশুমের জন্য তাকে দলে নিতে এগিয়ে আসে এই ফুটবল ক্লাব। তবে মুম্বাইয়ের আইএসএল জয়ের ফলে অনেকটাই বদলে গিয়েছে সমীকরণ। এসবের মাঝেই সিংতোর হায়দরাবাদ এফসির দিকে নজর পড়েছে জন আব্রাহামের ফুটবল ক্লাবের।
গত কয়েক মরশুম ধরে একেবারেই ভালো পারফরম্যান্স নেই আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। তাদের দলের রাইট উইঙ্গার মাকান চোটেকে দলে নিতে আগ্রহী এই ফুটবল ক্লাব। আগামী ২০২৬ পর্যন্ত হায়দরাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে আগ্রহী একাধিক ফুটবল ক্লাব। যারমধ্যে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। শোনা গিয়েছে, এই তরুণ ফুটবলারকে সাইন করানোর ক্ষেত্রে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে নর্থইস্ট। তাই শেষ পর্যন্ত এই তারকা জার্সি বদল করলে অবাক হওয়ার কিছুই থাকবে না।