NorthEast United: তরুণ গোলরক্ষককে দলে টানতে চাইছে নর্থইস্ট ইউনাইটেড

Dheeraj Singh

গতবারের ফুটবল মরশুমের পর এবারের ইন্ডিয়ান সুপার লিগেও খুব একটা ছন্দে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United)।  প্রথমদিকে কিছুটা লড়াকু দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে পড়ে এই ফুটবল ক্লাব। যার দরুন পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় নর্থইস্টকে।

Advertisements

বর্তমানে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে এই ফুটবল ক্লাব। মাত্র দুইটি জয়ের পাশাপাশি ছয়টি ড্র রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। সেই সঙ্গে রয়েছে চার ম্যাচ হারের জ্বালা। স্বাভাবিক ভাবেই হতাশ দলের সমর্থকরা। পাশাপাশি খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। এক্ষেত্রে এবারের কুইনটা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে চায় নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব।

নতুন বছর পড়ার সাথে সাথেই সেকেন্ড ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। দলবদলেরই বাজারেও চমক দিতে মরিয়া সকলেই। কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জাইন্সের পাশাপাশি অন্যান্য দলগুলিও মরিয়া নিজেদের সেরাটা তুলে ধরতে। তবে পিছিয়ে নেই নর্থইস্ট ইউনাইটেড। এই দলের রক্ষণভাগ থেকে শুরু করে মাঝমাঠ ও আক্রমণভাগের ফুটবলাররা কোচের নজর কাড়তে পারলেও যথেষ্ট হতাশ করছেন দলের গোলরক্ষক। এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নয়া গোলরক্ষক নিতে চাইছে নর্থইস্ট ইউনাইটেড। গত কয়েকদিন ধরেই একাধিক তরুণ ফুটবলারের দিকে নজর ছিল তাদের। তবে সব থেকে বেশি উঠে আসছে গোলরক্ষক ধীরাজ সিংয়ের নাম। বর্তমানে এফসি গোয়া দলে রয়েছেন ধীরাজ।

Advertisements

তবে গত ডুরান্ড কাপের পর খুব একটা মাঠে দেখা যায়নি এই ফুটবলারকে। তিন ম্যাচে পাঁচ গোল খাওয়ার পর যথেষ্ট চাপের মুখে চলে যান এই তরুণ। আর তাকে সুযোগ দেননি দলের কোচ মানালো মার্কেজ। অপরদিকে একজন দক্ষ গোলরক্ষক খুঁজছে নর্থইস্ট ইউনাইটেড। তাই ধীরাজ সিং এর দিকেই বহুদিন ধরেই নজর রাখছিল এই ফুটবল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর এই তরুণ ফুটবলারের সঙ্গেই নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে নর্থইস্ট। তবে নয়া বছরের এপ্রিল পর্যন্ত নাকি এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ধীরাজ সিং। তাই উপযুক্ত ট্রান্সফার ফ্রি দিয়েই তাকে দলে টানতে চাইছে নর্থইস্ট। তাই সব ঠিকঠাক থাকলে এবার নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে দেখা যেতে পারে এই তরুণ গোলরক্ষককে।