North East United: এই মরোক্কান ফুটবলারকে লোনে পাঠাতে চায় নর্থইস্ট

শেষ ফুটবল মরশুমের পর এই মরশুমে ও ব্যাপক লড়াই চালাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড (North East United)। টুর্নামেন্টের শুরুতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ হুয়ান…

Mohammed Ali Bemammer

শেষ ফুটবল মরশুমের পর এই মরশুমে ও ব্যাপক লড়াই চালাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড (North East United)। টুর্নামেন্টের শুরুতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনোলীকের হাতে। এছাড়াও দলের উন্নতির স্বার্থে সিউ হিসেবে যুক্ত করা হয় মন্দার তামহানেকে। একটা সময় কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে কাজ করেছিলেন বেঙ্গালুরু এফসিতে।

Advertisements

পরবর্তীতে তার চলে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। নতুন মরশুমে তিনি‌ যুক্ত হন নর্থইস্টের সঙ্গে।‌ তার দৌলতেই এই মরশুমে একাধিক দেশীয় তরুণকে নিজেদের দলে টানে বেনোলীকের দল। এই নতুন দলের হাত ধরেই এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছে এই ফুটবল ক্লাব।

Advertisements

বর্তমানে যা পরিস্থিতি, তাতে আইএসএলের প্রথম ছয় নম্বরে‌ শেষ করতে হলে টানা সব কটি জিততে হবে তাদের। আগামী ৬ই এপ্রিল তাদের খেলতে হবে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে আরও দুটি ম্যাচ রয়েছে তাদের। যেখানে লড়াই করতে হবে ওডিশা এফসির পাশাপাশি ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে। কাজেই লড়াই যে খুব একটা সহজ নয় তা পরিষ্কার।।

তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে। পাশাপাশি এখন থেকেই পরবর্তী মরশুমের জন্য দল গঠনের কাজ এগিয়ে রাখতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দলের বেশ কিছু ফুটবলারদের লোনে অন্যত্র পাঠানোর পাশাপাশি বেশ কিছু ফুটবলারদের দলে টানতে মরিয়া এই ক্লাব।

যাদের মধ্যে উঠে আসছে মরোক্কান তারকা মোহাম্মদ আলী বেমামারের কথা। চলতি বছরের মে মাস পর্যন্ত নতিস ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তারপরেই তাকে লোনের মাধ্যমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসে পাঠাতে চায় ম্যানেজমেন্ট। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি মেরিনার্সদের তরফ থেকে। যারফলে, আদৌ তিনি অন্যত্র যাবেন কিনা তা পরিষ্কার হয়নি।