পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেঙ্গল সুপার লিগের (Bengal Super League) পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে নর্থ চব্বিশ পরগনা এবং সুন্দরবন বেঙ্গল দল। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ম্যাচের প্রথমার্ধ। উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখনও পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। যারফলে অমীমাংসিত ফলাফলেই শেষ ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিট। একদিন যেমন এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। অন্যদিকে, তেমনভাবেই টানা দুইটি ম্যাচে পরাজিত হয়েছে নর্থ চব্বিশ পরগনা এফসি। স্বাভাবিকভাবেই আজ জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ গৌতম ঘোষের দলের।
সেইমতো আজ সুযোগ মতো একের পর এক আক্রমণ শানাতে দেখা গিয়েছিল নর্থ চব্বিশ পরগনার ফুটবলারদের। ম্যাচের ঠিক ১২ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন দলের অধিনায়ক তারকা হেমব্রম। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। তারপর ঠিক দ্বিতীয় কোয়ার্টারের পর ফের গোল পরিস্থিতি তৈরি হয়েছিল নর্থ চব্বিশ পরগনার পক্ষে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি সুজল মুন্ডা। অপরদিকে, সময় সুযোগ বুঝে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিলেন সুন্দরবন দলের ফুটবলাররা।
কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি মেহেতাব হোসেনের ছেলেরা। তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে জোড়া খেলোয়াড় বদল করেন মেহেতাব। আক্রমণভাগে আনা হয় রিচমন্ড কোয়াশি ও ডিফেন্সে আনা হয় পবন ভেঙ্কারাথনমকে। বাইরে আসেন কোয়ারা লারবা এবং স্বামী প্রতীক মহেন্দ্র। তারপর প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোলের সুযোগ পেয়েছিলেন সুন্দরবন দলের আকিব নাওয়াব। কিন্তু সেটি গোলে রাখতে পারেননি। নাহলে দ্বিতীয়ার্ধের আগে অনায়াসেই এগিয়ে যেতে পারত দল।


