এবারের কলকাতা ফুটবল লীগ (Calcutta League) সত্যি অন্যরকম। অন্যান্যবারের তুলনায় দর্শকরা উপভোগ করছেন আরও আকর্ষণীয় ফুটবল, বিশ্বমানের গোল। শনিবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচে ফের জ্বলে উঠলেন Nongdamba Naorem। আবারও করলেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি গোল।
শনিবার বিকেলে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। খাতায় কলমে এবং সম্প্রতি সময়ের পারফরম্যান্সের বিচারে এগিয়ে মোহনবাগান। উল্টো দিকে থাকা ইউনাইটেড স্পোর্টস একেবারেই চেনা ফর্মের ধারেকাছে নেই। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অঘটন ঘটানোর আশায় এদিন মাঠে নেমেছিল পার্পল ব্রিগেড। রক্ষণ আঁটোসাঁটো রেখে ম্যাচ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল তারা। প্রথমার্ধেই ধাক্কা খেল পরিকল্পনা।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের বক্সের একটু দূরে বল পেয়ে গিয়েছিলেন Nongdamba Naorem। উইংয়ের আছে ছিলেন তিনি। সেখান থেকে বল পায়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের ড্রিবল করতে করতে এগিয়ে যান ইউনাইটেড বক্সের দিকে। প্রতিপক্ষের খেলোয়াড়রা চক্রব্যুহ রচনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ড্রিবল করে এগিয়ে যাওয়ার পর বক্সের বাইরে থেকে জোরালো শট নেনে নাওরেম। বল জড়িয়ে যায় সোজা জালে। ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান।
World Class Goal from Nongdamba Naorem, Again!#JoyMohunBagan #MBFT pic.twitter.com/VdYHVB6adn
— Mohun Bagan Fan (@MohunBagan_Fan) August 5, 2023
চলতি কলকাতা ফুটবল লীগে এর আগেও দুরন্ত একটি গোল করেছিলেন নাওরেম। টালিগঞ্জ অগ্রগামী দলের একের পর এই ফুটবলারকে কাটিয়ে অনবদ্য গোল করেছিলেন তিনি, সমতায় ফিরিয়েছিলেন সবুজ মেরুন ব্রিগেডকে। একজন ধারাভাষ্যকার বলেই দিয়েছিলেন, “মেসির ভঙ্গিতে গোল…”। অন্য ধারাভাষ্যকার নাওরেমের এই গোল সম্পর্কে বলেছিলেন, “দেখুন তিনজন খেলোয়াড় ছিলেন। তিনজন খেলোয়াড়কে বিভ্রান্ত করে আউট সাইড, ইন সাইড এবং দেহের দোলায় একেবারে বেসামাল করে দিয়ে ডান পায়ের ইনস্টেপ ব্যবহার করে গোলটা করেছেন।”
A very special goal from a very special player!
Nongdamba Naorem masterclass 🤞#JoyMohunBagan #MBLive pic.twitter.com/MAROIaUM4N
— Mohun Bagan Fan (@MohunBagan_Fan) July 12, 2023