IPL 2023-এর ১৯তম ম্যাচে শুক্রবার রাতে উমরান মালিককে (Umran Malik) মেরে টুকরো টুকরো করা হয়েছে। তার এক ওভারের প্রতিটি বলেই চার ও ছক্কা লেগেছে। আইপিএলের অন্যতম ফাস্ট বোলার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) উমরান মালিককে মারধর করলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক নীতিন রানা। ষষ্ঠ ওভারে বোলিংয়ের জন্য আক্রমণে আসেন ওমরান। তার সামনে নীতীশ রানা তখনই বিগ ব্যাং। এক ওভার থেকে গোটা স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
ওমরান মালিকের ওভারের প্রথম বলেই চার ওভার শর্ট জরিমানা দিয়ে তাকে স্বাগত জানান রানা। রানা যেভাবে ওমরানকে স্বাগত জানিয়েছিলেন, তাতে তার উদ্দেশ্যও স্পষ্ট হয়ে গিয়েছিল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে তাকে। প্রথম বলেই ওমরান মালিক চার হাঁকানোর পর রানাকে থামানো কঠিন হয়ে পড়ে। এই ওভারের পরের ৫ বলেই পুরো স্টেডিয়ামে ধ্বনিত হতে থাকে রানার নাম।
ভুল সংশোধন করতে পারেনি
ওমরান মালিকের ওভারের দ্বিতীয় বলে মিডউইকেটে ছক্কা মারেন রানা। তৃতীয় বলে ওমরানকেও চার মারেন রানা। ৩টি বাউন্ডারি পেয়েও ভুল শোধরাতে পারেননি ওমরান। চতুর্থ বলে বাউন্স দিয়ে অতিরিক্ত কভারের দিকে চার মারেন রানা। ৫ম বলে শর্ট জরিমানার ওভারে আরও চার মারেন কেকেআর অধিনায়ক।
এক ওভারে ২৮ রান
নীতীশ রানা উমরানকে ধ্বংস করেন ৫ বলে। ব্যাকওয়ার্ড পয়েন্টের ওভারের শেষ বলে ছক্কা হাঁকান রানা। এই ওভারে ২৮ রান দেন ওমরান মালিক। শেষ বলে রানা বাউন্ডারিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নিজের বোলিং নিয়ে খুব হতাশ দেখাচ্ছিলেন ওমরান। আম্পায়াররাও তার ওভার পর্যবেক্ষণ করেন। রানা ৪১ বলে ৭৫ রান করেন। এ সময় তিনি মারেন ৫টি চার ও ৬টি ছক্কা।