হার্দিকেরও বিকল্প ? অভিজ্ঞতার বদলে তারুণ্যেই আস্থা আগরকরের

শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সাউথদাম্পটনে। তার পর থেকে ইনজুরি আর লাল বলের ক্রিকেটে ফিরতে দেয়নি তাঁকে। তবে ভারতীয় ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার হিসবে কপিলদেবের…

Border-Gavaskar Trophy Nitish Kumar Reddy Hardik Pandya Gautam Gambhir IND vs AUS

short-samachar

শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সাউথদাম্পটনে। তার পর থেকে ইনজুরি আর লাল বলের ক্রিকেটে ফিরতে দেয়নি তাঁকে। তবে ভারতীয় ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার হিসবে কপিলদেবের পর হার্দিক পান্ডিয়াই একমাত্র নিজেকে সঠিক দক্ষতার সাথে মেলে ধরেছেন প্রতিটি ফরম্যাটে। তাই মহম্মদ শামির অনুপস্থিতিতে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় পেস আক্রমণের সম্ভাব্য নাম হিসেবে ভাবা হচ্ছিল তাঁকে। তবে গতকাল আসন্ন অস্ট্রেলীয় সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই জানিয়ে দিয়েছে আপাতত অভিজ্ঞতা নয় তারুণ্যকেই একপ্রকার ভরসা করছেন তাঁরা।

   

আসন্ন অস্ট্রেলীয় সফরের জন্য পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, আর সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন জাসপ্রিত বুমরাহ। তবে এই সিরিজের জন্য প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy IND vs AUS)। টেস্ট দলে নিতীশের অন্তর্ভুক্তিকে হার্দিক পান্ডিয়ার টেস্ট ক্যারিয়ারের জন্য বড় ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মত অভিজ্ঞ তারকারা যাঁরা গতবছর বর্ডার-গাভাস্কার ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রায় ছয় বছর আগে হার্দিক পান্ডিয়া শেষবারের মতো ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন। সেই সময় থেকে তিনি আর এই ফর্ম্যাটে খেলেননি। টেস্ট দলে নিতীশ কুমার রেড্ডির অন্তর্ভুক্তি, বিশেষত হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শে হয়েছে বলে মনে করা হচ্ছে। নিতীশ কুমার রেড্ডি ইতিমধ্যে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এবং আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে ভালো পারফরম্যান্স করেছেন। তিনি ১৫টি আইপিএল ম্যাচে ৩৩.৬৭ গড়ে ৩০৩ রান এবং ১৪২.৯২ স্ট্রাইক রেটে রান করেছেন, পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছেন।

ক্লাবের ঐতিহ্য তুলে মহামেডান কোচের কোন বার্তা সমর্থকদের!

ডোমেস্টিক ক্রিকেটেও নিতীশের পারফরম্যান্স প্রশংসনীয়। অন্ধ্র প্রদেশের প্রতিনিধিত্বকারী এই ক্রিকেটার ২১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭০৮ রান এবং ৫৫টি উইকেট সংগ্রহ করেছেন। লিস্ট-এ ফর্ম্যাটে তিনি ৪০৩ রান এবং ১৪টি উইকেট পেয়েছেন। এছাড়া টি-টোয়েন্টিতে ৬টি উইকেট সংগ্রহ করেছেন। তাই আসন্ন টেস্ট সিরিজে ব্যাট এবং বল হাতে নিতীশ রেড্ডির কাছ থেকে উল্লেখযোগ্য পারফরম্যান্স আশা করছেন সমর্থকরা (Nitish Kumar Reddy IND vs AUS)।

রাহুল ইন, পূজারা আউট! বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাংলা থেকে একাধিক ‘চমক’ বিসিসিআইয়ের

তবে শুধু হার্দিক নয়, পুজারার বিকল্পও খুঁজে নিয়েছে ভারতীয় দল (Nitish Kumar Reddy IND vs AUS)। দলীপ ট্রফি এবং চলতি রঞ্জিতে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোনামে উঠে আসা বাংলার ব্যাটার অভিমুন্য ঈশ্বরণকেই আপাতত পূজারার বদলে পাঠাচ্ছেন আগারকার-গম্ভীররা। এছাড়াও ব্যাঙ্গালোর টেস্টে শিরোনামে উঠে আসা সরফরাজ খানকেই রাহানের বদলে বেছে নিয়েছে বিসিসিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন,. রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক),মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।